ETV Bharat / state

CBI Finds Missing Man: সাড়ে 3 বছর পর মুম্বই থেকে উদ্ধার কলকাতার নিখোঁজ যুবক

সাড়ে তিন বছর পর খোঁজ মিলল কলকাতার নিখোঁজ যুবকের ৷ মুম্বই থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করেছে সিবিআই ৷ নিখোঁজ থাকা ওই যুবকের নাম তৃষিত বিশ্বাস ।

CBI Finds Missing Man
সিবিআইয়ের লোগো
author img

By

Published : Mar 31, 2023, 11:11 PM IST

কলকাতা, 31 মার্চ: অবশেষে সাড়ে তিন বছর পর নিখোঁজ কলকাতার যুবককে খুঁজে বের করতে সফল হল সিবিআই । এই ঘটনার তদন্তভার প্রথমে পুলিশের হাতে থাকলেও, পরে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে যায় । তবে তদন্তে গতি শ্লথ হওয়ায় সিআইডি-র হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে । বৃহস্পতিবার ওই যুবককে খুঁজে পায় সিবিআই । নিখোঁজ থাকা ওই যুবকের নাম তৃষিত বিশ্বাস । মুম্বই থেকে এই নিখোঁজ যুবককে উদ্ধার করেছে সিবিআই ।

অভিযোগ গত 2019 সালের 7 নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃষিত । তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । ঘটনায় আট মাস পর এফআইআর দায়ের হয় নিউ আলিপুর থানায় । এরপরেই তদন্ত নামে স্থানীয় প্রশাসন এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির প্রতিনিধিরা । তদন্ত চললেও তাদের সাফল্য না আসার ফলে পরিবারের তরফ থেকে আদালতের দ্বারস্থ হন তৃষিতের পরিবারের সদস্যরা । এরপরেই আদালতের নির্দেশের পর 2023 সালে জানুয়ারি মাসের শেষের দিকে ফের নতুন করে তদন্ত শুরু করে সিবিআই । একটি বিশেষ দলও গঠন করা হয় এর জন্য । এরপর বৃহস্পতিবার খোঁজ মেলে ওই যুবকের ৷

আরও পড়ুন: জঙ্গি সংগঠনের নাম করে ব্যবসায়ীদের হুমকি, ধৃত যুবক

নিখোঁজ হওয়া যুবকের ব্যবহৃত মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে খোঁজ করতে থাকেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করেন ৷ ওই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মহারাষ্ট্রের লিংক খুঁজে পান সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা । এরপরেই তদন্তকারী আধিকারিকদের প্রতিনিধি সদস্যরা চলে যান মুম্বইয়ে । সেখানেই ওই যুবকের খোঁজ পান ৷ যদিও সিবিআই এর তরফে জানানো হয়েছে এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হল তা আদালতে বিস্তারিত জানানো হবে । সিবিআইয়ের সাফল্যে খুশি যুবকের পরিবার ৷

কলকাতা, 31 মার্চ: অবশেষে সাড়ে তিন বছর পর নিখোঁজ কলকাতার যুবককে খুঁজে বের করতে সফল হল সিবিআই । এই ঘটনার তদন্তভার প্রথমে পুলিশের হাতে থাকলেও, পরে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে যায় । তবে তদন্তে গতি শ্লথ হওয়ায় সিআইডি-র হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে । বৃহস্পতিবার ওই যুবককে খুঁজে পায় সিবিআই । নিখোঁজ থাকা ওই যুবকের নাম তৃষিত বিশ্বাস । মুম্বই থেকে এই নিখোঁজ যুবককে উদ্ধার করেছে সিবিআই ।

অভিযোগ গত 2019 সালের 7 নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃষিত । তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । ঘটনায় আট মাস পর এফআইআর দায়ের হয় নিউ আলিপুর থানায় । এরপরেই তদন্ত নামে স্থানীয় প্রশাসন এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির প্রতিনিধিরা । তদন্ত চললেও তাদের সাফল্য না আসার ফলে পরিবারের তরফ থেকে আদালতের দ্বারস্থ হন তৃষিতের পরিবারের সদস্যরা । এরপরেই আদালতের নির্দেশের পর 2023 সালে জানুয়ারি মাসের শেষের দিকে ফের নতুন করে তদন্ত শুরু করে সিবিআই । একটি বিশেষ দলও গঠন করা হয় এর জন্য । এরপর বৃহস্পতিবার খোঁজ মেলে ওই যুবকের ৷

আরও পড়ুন: জঙ্গি সংগঠনের নাম করে ব্যবসায়ীদের হুমকি, ধৃত যুবক

নিখোঁজ হওয়া যুবকের ব্যবহৃত মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে খোঁজ করতে থাকেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করেন ৷ ওই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মহারাষ্ট্রের লিংক খুঁজে পান সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা । এরপরেই তদন্তকারী আধিকারিকদের প্রতিনিধি সদস্যরা চলে যান মুম্বইয়ে । সেখানেই ওই যুবকের খোঁজ পান ৷ যদিও সিবিআই এর তরফে জানানো হয়েছে এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হল তা আদালতে বিস্তারিত জানানো হবে । সিবিআইয়ের সাফল্যে খুশি যুবকের পরিবার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.