ETV Bharat / state

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের - ভোট পরবর্তী হিংসা মামলা

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার গ্রহণের দু’ সপ্তাহের মধ্যেই এই নিয়ে পর পর দু’টি চার্জশিট জমা দিল গোয়েন্দারা । বৃহস্পতিবার নদিয়ার একটি খুনের ঘটনায় চার্জশিট জমা দেয় তারা । শুক্রবার ভাটপাড়া থানা এলাকার একটি খুনের ঘটনায় জমা পড়ল চার্জশিট ।

সিবিআই
সিবিআই
author img

By

Published : Sep 4, 2021, 7:46 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : প্রায় 24 ঘণ্টার ব্যবধানে ফের চার্জশিট সিবিআইয়ের । এবার বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনে ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই । চার্জশিটে নাম রয়েছে টুনটুন চৌধুরী নামে এক ব্যক্তির । এছাড়া আরও তিনজনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর ।

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার গ্রহণের দু’ সপ্তাহের মধ্যেই এই নিয়ে পর পর দু’টি চার্জশিট জমা দিল গোয়েন্দারা । বৃহস্পতিবার নদিয়ার একটি খুনের ঘটনায় চার্জশিট জমা দেয় তারা । শুক্রবার ভাটপাড়া থানা এলাকার একটি খুনের ঘটনায় জমা পড়ল চার্জশিট । ফলে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই যে কোমর বেঁধে তদন্তে নেমেছে তা স্পষ্ট ।

6 জুন, ভাটপাড়া এক নম্বরে বোমাবাজির ঘটনা ঘটে । আর সেই ঘটনায় বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরেই রাজ্য-রাজনীতিতে কাদা ছোরাছুরি শুরু হয় ।

আরও পড়ুন, Post Poll violence : শোভারানি মণ্ডলের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করল সিবিআই

ভোট পরবর্তী হিংসা মামলায় ধর্ষণ ও খুনের মতো তদন্তের দায়ভার দেওয়া হয়েছে সিবিআইকে ৷ ইতিমধ্যেই সিবিআইয়ের প্রতিনিধিদল রাজ্যে এসেছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করছেন ৷ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন যারা, তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন ৷ কয়েকজনকে গ্রেফতারও করেছে সিবিআই ৷ গতকালই বিজেপি কর্মীর মা শোভারানি মণ্ডলের খুনের অভিযোগে রতন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷

প্রসঙ্গত, 2 মে ভাটপাড়ার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় বিজেপি কর্মী মারধরের ঘটনায় ছেলে ও পূত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান শোভারানি মণ্ডল ৷ ঘটনার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় গতকাল রতন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই ৷ এর আগেও কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর : প্রায় 24 ঘণ্টার ব্যবধানে ফের চার্জশিট সিবিআইয়ের । এবার বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনে ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই । চার্জশিটে নাম রয়েছে টুনটুন চৌধুরী নামে এক ব্যক্তির । এছাড়া আরও তিনজনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর ।

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার গ্রহণের দু’ সপ্তাহের মধ্যেই এই নিয়ে পর পর দু’টি চার্জশিট জমা দিল গোয়েন্দারা । বৃহস্পতিবার নদিয়ার একটি খুনের ঘটনায় চার্জশিট জমা দেয় তারা । শুক্রবার ভাটপাড়া থানা এলাকার একটি খুনের ঘটনায় জমা পড়ল চার্জশিট । ফলে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই যে কোমর বেঁধে তদন্তে নেমেছে তা স্পষ্ট ।

6 জুন, ভাটপাড়া এক নম্বরে বোমাবাজির ঘটনা ঘটে । আর সেই ঘটনায় বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরেই রাজ্য-রাজনীতিতে কাদা ছোরাছুরি শুরু হয় ।

আরও পড়ুন, Post Poll violence : শোভারানি মণ্ডলের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করল সিবিআই

ভোট পরবর্তী হিংসা মামলায় ধর্ষণ ও খুনের মতো তদন্তের দায়ভার দেওয়া হয়েছে সিবিআইকে ৷ ইতিমধ্যেই সিবিআইয়ের প্রতিনিধিদল রাজ্যে এসেছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করছেন ৷ ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন যারা, তাদের পরিবারের সঙ্গে কথা বলছেন ৷ কয়েকজনকে গ্রেফতারও করেছে সিবিআই ৷ গতকালই বিজেপি কর্মীর মা শোভারানি মণ্ডলের খুনের অভিযোগে রতন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷

প্রসঙ্গত, 2 মে ভাটপাড়ার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় বিজেপি কর্মী মারধরের ঘটনায় ছেলে ও পূত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান শোভারানি মণ্ডল ৷ ঘটনার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় গতকাল রতন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই ৷ এর আগেও কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.