কলকাতা, 10 ফেব্রুয়ারি: ভোট পরবর্তী হিংসার ঘটনায় (post poll violence case) এবার পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা (CBI files Rape charge against Sheikh Sufiyan) রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এই ঘটনায় শেখ সুফিয়ানের (TMC leader Sheikh Sufiyan) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করছে সিবিআই । হিংসার ঘটনায় একাধিকবার শেখ সুফিয়ানের বিরুদ্ধে বিভিন্ন জোরালো প্রমাণ পেয়েছে বলে দাবি করে তাঁকে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপরই হাইকোর্টে গিয়ে নিজের রক্ষাকবচ আদায় করেছিল শেখ সুফিয়ান । এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় শেখ সুফিয়ান (Rape charge against Sheikh Sufiyan) এবং আরও 18 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনল সিবিআই ।
আরও পড়ুন: Post Poll violence : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের
বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুরের একাধিক থানায় শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি । পাশাপাশি একাধিক অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে আসে তাঁর বিরুদ্ধে । বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যে বিভিন্ন হিংসার ঘটনার তদন্তে নেমেও তাঁর নাম আসে সিবিআইয়ের হাতে । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । তবে শেখ সুফিয়ানকে কবে জিজ্ঞাসাবাদ করা হবে বা তাঁকে কবে নোটিশ পাঠানো হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ।
আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় এবার প্রভাবশালীদের নোটিস পাঠানোর পরিকল্পনা সিবিআইয়ের