কলকাতা, 4 এপ্রিল: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের বিরুদ্ধে রুজু হচ্ছে আদালত অবমাননার মামলা ! এই ঘটনায় মূল মামলার সঙ্গে জরুরি ভিত্তিতে আলাদা ধারায় নতুন অভিযোগ দায়ের করা হবে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তেমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার (5 এপ্রিল, 2023) মামলাটির শুনানি হতে পারে ৷
উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ কিন্তু, সিবিআইয়ের অভিযোগ, তদন্তে নেমে রাজ্যের তরফ থেকে কোনও সহযোগিতা পাচ্ছে না তারা ৷ এমনকী, সংশ্লিষ্ট এফআইআরের প্রতিলিপি পর্যন্ত সিবিআইকে দেওয়া হয়নি ! অথচ, আদালতের পর্যবেক্ষণ ছিল, নিশীথের কনভয়ে হামলার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে ৷ তাই নিরপেক্ষ কোনও সংস্থা মারফত এই ঘটনার তদন্ত হওয়া দরকার ৷ এক্ষেত্রে সিবিআই সেই দায়িত্ব পালন করবে এবং পুলিশ ও রাজ্য প্রশাসন প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা করবে ৷
মঙ্গলবার আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না রাজ্য পুলিশ ও প্রশাসন ৷ ফলে তদন্তের কাজ শুরুই করা যাচ্ছে না ৷ এই ঘটনা আদালত অবমাননার সমতুল্য বলে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী ৷ এবং এই মর্মে রাজ্যের বিরুদ্ধে মামলা রুজু করার অনুমতি চান তিনি ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগননমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিবিআইকে সেই অনুমতি দিয়েছে ৷ আদালতের নির্দেশ, জরুরি ভিত্তিতে এই প্রক্রিয়া সারতে হবে ৷
আরও পড়ুন: 'বৃহত্তর ষড়যন্ত্র' ? নিশীথের কনভয়ে হামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
গত 25 ফেব্রুয়ারি কোচবিহারের বুড়ির হাটে আক্রান্ত হন নিশীথ প্রামাণিক ৷ তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে ৷ অথচ, পরবর্তীতে পুলিশই সেই ঘটনার তদন্ত শুরু করে ৷ গত সপ্তাহে সেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট ৷