কলকাতা, 30 নভেম্বর: এবার তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়িতে পৌঁছল সিবিআই ৷ তিনি গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ৷ জানা গিয়েছে, সেখানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ এর সঙ্গেই দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
এদিকে বৃহস্পতিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে সিবিআই হানা দেয় ৷ অন্যদিকে সেই সময় বিধাননগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে গেল সিবিআই ৷ আজ ন'টা নাগাদ দেবরাজের বাড়িতে ঢোকেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা ৷
সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার মামলায় দেবরাজ চক্রবর্তীকে তলব করা হয়েছিল ৷ বিধান নগর কমিশনারেটের আওতাধীন বাগুইআটি থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল ৷ অভিযোগ, প্রসেনজিৎকে খুন করা হয়েছে ৷ আর তাতে জড়িত তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ৷
তবে এখনও পর্যন্ত জানা যায়নি দেবরাজকে ভোট পরবর্তী হিংসার মামলা নাকি নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করা হচ্ছে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেবরাজের তেঘরিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই ৷ দেবরাজকেও জেরা করা হচ্ছে ৷ বুধবারই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না ৷ এর পরদিন সকালেই দেখা গেল কোচবিহার, মুর্শিদাবাদ-সহ কলকাতার পাটুলি এবং বিধাননগরের তেঘরিয়ায় সিবিআই হানা ৷
আরও পড়ুন: