ETV Bharat / state

পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি - তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

CBI search operation in TMC Councillor House: বৃহস্পতিবার সকালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছল সিবিআই ৷ শিক্ষক নিয়োগ থেকে পৌরসভা দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 10:43 AM IST

Updated : Nov 30, 2023, 11:30 AM IST

কলকাতা, 30 নভেম্বর: এবার তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়িতে পৌঁছল সিবিআই ৷ তিনি গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ৷ জানা গিয়েছে, সেখানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ এর সঙ্গেই দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

এদিকে বৃহস্পতিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে সিবিআই হানা দেয় ৷ অন্যদিকে সেই সময় বিধাননগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে গেল সিবিআই ৷ আজ ন'টা নাগাদ দেবরাজের বাড়িতে ঢোকেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা ৷

সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার মামলায় দেবরাজ চক্রবর্তীকে তলব করা হয়েছিল ৷ বিধান নগর কমিশনারেটের আওতাধীন বাগুইআটি থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল ৷ অভিযোগ, প্রসেনজিৎকে খুন করা হয়েছে ৷ আর তাতে জড়িত তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ৷

তবে এখনও পর্যন্ত জানা যায়নি দেবরাজকে ভোট পরবর্তী হিংসার মামলা নাকি নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করা হচ্ছে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেবরাজের তেঘরিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই ৷ দেবরাজকেও জেরা করা হচ্ছে ৷ বুধবারই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না ৷ এর পরদিন সকালেই দেখা গেল কোচবিহার, মুর্শিদাবাদ-সহ কলকাতার পাটুলি এবং বিধাননগরের তেঘরিয়ায় সিবিআই হানা ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা
  2. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর
  3. কোনও সহায়ক পাবেন না পার্থ, জানিয়ে দিল প্রেসিডেন্সি সংশোধনাগার

কলকাতা, 30 নভেম্বর: এবার তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়িতে পৌঁছল সিবিআই ৷ তিনি গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ৷ জানা গিয়েছে, সেখানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ এর সঙ্গেই দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

এদিকে বৃহস্পতিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে সিবিআই হানা দেয় ৷ অন্যদিকে সেই সময় বিধাননগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে গেল সিবিআই ৷ আজ ন'টা নাগাদ দেবরাজের বাড়িতে ঢোকেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা ৷

সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার মামলায় দেবরাজ চক্রবর্তীকে তলব করা হয়েছিল ৷ বিধান নগর কমিশনারেটের আওতাধীন বাগুইআটি থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল ৷ অভিযোগ, প্রসেনজিৎকে খুন করা হয়েছে ৷ আর তাতে জড়িত তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ৷

তবে এখনও পর্যন্ত জানা যায়নি দেবরাজকে ভোট পরবর্তী হিংসার মামলা নাকি নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করা হচ্ছে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেবরাজের তেঘরিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই ৷ দেবরাজকেও জেরা করা হচ্ছে ৷ বুধবারই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না ৷ এর পরদিন সকালেই দেখা গেল কোচবিহার, মুর্শিদাবাদ-সহ কলকাতার পাটুলি এবং বিধাননগরের তেঘরিয়ায় সিবিআই হানা ৷

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা
  2. পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর
  3. কোনও সহায়ক পাবেন না পার্থ, জানিয়ে দিল প্রেসিডেন্সি সংশোধনাগার
Last Updated : Nov 30, 2023, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.