কলকাতা, 19 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ সিবিআই (CBI)-এর দাবি, যখন থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে তারা, সেই সময় থেকেই সতর্ক ছিলেন পার্থ ! ঠিক কী করেছিলেন তিনি ? সিবিআই-এর দাবি, তদন্তের কাজে সাক্ষী হিসেবে বহু ব্যক্তিকে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁদের নিজাম প্যালেস-সহ বিভিন্ন জায়গায় ডেকে পাঠানো হত ৷ পার্থ এইসব ব্যক্তিকে চিহ্নিত করে রাখতেন ৷ তারপর নিজের প্রভাব খাটিয়ে সেইসব ব্যক্তিকে ভয় দেখাতেন তিনি ৷ এমনকী, সিবিআই গোয়েন্দারা তাঁদের কাছে কোন কোন প্রশ্নের জবাব চেয়েছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যও জোগাড় করে রাখতেন পার্থ !
বুধবার এই মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে ভার্চুয়ালি আলিপুর আদালতে পেশ করা হয় ৷ সেই শুনানিতে পার্থ ছাড়াও অন্যতম অভিযুক্ত এস পি সিনহা-সহ অন্য কয়েকজনকে পেশ করে সিবিআই ৷ সেখানেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীরা পার্থ-সহ অন্যদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে তদন্তে বিঘ্ন ঘটানোর চেষ্টার অভিযোগ আনেন ৷ অন্যদিকে, এদিন পার্থর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেননি ৷ বরং তাঁদের দাবি, জেলবন্দি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা সঠিক হচ্ছে না ৷ এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় ৷ বিচারক সব পক্ষের বক্তব্য শুনলেও রায়দান স্থগিত রাখেন ৷
আরও পড়ুন: টেট আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ ওড়ালেন দিলীপ
সিবিআই-এর আইনজীবীরা এদিন আলিপুর আদালতে বেশ কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনেন ৷ তাঁদের দাবি, নিয়োগ দুর্নীতি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহারা আগাম অনেক পরিকল্পনা করে রেখেছিলেন ৷ এমনকী, তাঁরা যদি ভবিষ্যতে ধরাও পড়ে যান, তাহলে কীভাবে নিজেদের বাঁচাবেন সেই ছকও কষে রাখেন ৷ সিবিআই-এর দাবি, এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ৷ প্রভাবশালী এই অভিযুক্তরা সবসময় নিজেদের ক্ষমতার অপব্যবহার করতেন বলেও আদালতকে জানিয়েছে সিবিআই ৷