ETV Bharat / state

বিনয় মিশ্রের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ সিবিআইয়ের, হাইকোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর - সিবিআই

দিল্লির স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, রাজ্যের অন্তর্গত এলাকায় কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গেলে, রাজ্য সরকারের অনুমতি লাগে ৷ কিন্তু 2018 সালের নভেম্বর মাস থেকে সেই অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার । ফলে, রাজ্যের বিনা অনুমতিতে সিবিআই কীভাবে বিনয় মিশ্রর বিরুদ্ধে এফআইআর করল তার পক্ষেই সওয়াল করেন কিশোর দত্ত ।

হাইকোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর
হাইকোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর
author img

By

Published : Jun 15, 2021, 6:59 AM IST

কলকাতা, 15 জুন : রাজ্যের অনুমতি ছাড়া বিনয় মিশ্রের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিতে পারে না সিবিআই । কলকাতা হাইকোর্টে এবার এই বিষয়ে সওয়াল করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত ৷

দিল্লির স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, রাজ্যের অন্তর্গত এলাকায় কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গেলে, রাজ্য সরকারের অনুমতি লাগে ৷ কিন্তু 2018 সালের নভেম্বর মাস থেকে সেই অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার । ফলে, রাজ্যের বিনা অনুমতিতে সিবিআই কীভাবে বিনয় মিশ্রর বিরুদ্ধে এফআইআর করল তার পক্ষেই সওয়াল করেন কিশোর দত্ত । সিবিআইয়ের পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল ।

রাজ্যের অনুমতি ছাড়া কীভাবে বিনয় মিশ্রের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিতে পারে, আগে সেই প্রশ্নই তুলেছিলেন বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি । বিনয় মিশ্রের তরফে আইনজীবী মনু সিংভি জানান," বিনয় মিশ্রর বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগের অনেক আগেই দেশ ছেড়েছেন বিনয় । তিনি যখন দেশ ছাড়েন এই মামলার বিষয়ে কিছুই জানতেন না তিনি ।" মনু সিংভি প্রশ্ন তোলেন, "একটা হাতে লেখা নোট ছাড়া, আমার মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই ।" এরপরই হাতে লেখা নোটের আইনি মূল্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

আরও পড়ুন : বিনয় মিশ্রকে হাতে পেতে ইন্টারপোলের শরণাপন্ন সিবিআই

করোনা পরিস্থিতিতে যাতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনা হয়, তারই আর্জি জানিয়ে গত 7 জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র । পাশাপাশি তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনও করেছিলেন তিনি ৷ যদিও কলকাতা হাইকোর্ট আগের রায়ের কোনও পরিবর্তন করেনি । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে চলছে শুনানি । মঙ্গলবার এই মামলার ফের শুনানি রয়েছে ।

কলকাতা, 15 জুন : রাজ্যের অনুমতি ছাড়া বিনয় মিশ্রের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিতে পারে না সিবিআই । কলকাতা হাইকোর্টে এবার এই বিষয়ে সওয়াল করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত ৷

দিল্লির স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, রাজ্যের অন্তর্গত এলাকায় কারও বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গেলে, রাজ্য সরকারের অনুমতি লাগে ৷ কিন্তু 2018 সালের নভেম্বর মাস থেকে সেই অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার । ফলে, রাজ্যের বিনা অনুমতিতে সিবিআই কীভাবে বিনয় মিশ্রর বিরুদ্ধে এফআইআর করল তার পক্ষেই সওয়াল করেন কিশোর দত্ত । সিবিআইয়ের পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল ।

রাজ্যের অনুমতি ছাড়া কীভাবে বিনয় মিশ্রের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিতে পারে, আগে সেই প্রশ্নই তুলেছিলেন বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি । বিনয় মিশ্রের তরফে আইনজীবী মনু সিংভি জানান," বিনয় মিশ্রর বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগের অনেক আগেই দেশ ছেড়েছেন বিনয় । তিনি যখন দেশ ছাড়েন এই মামলার বিষয়ে কিছুই জানতেন না তিনি ।" মনু সিংভি প্রশ্ন তোলেন, "একটা হাতে লেখা নোট ছাড়া, আমার মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই ।" এরপরই হাতে লেখা নোটের আইনি মূল্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷

আরও পড়ুন : বিনয় মিশ্রকে হাতে পেতে ইন্টারপোলের শরণাপন্ন সিবিআই

করোনা পরিস্থিতিতে যাতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনা হয়, তারই আর্জি জানিয়ে গত 7 জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র । পাশাপাশি তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনও করেছিলেন তিনি ৷ যদিও কলকাতা হাইকোর্ট আগের রায়ের কোনও পরিবর্তন করেনি । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে চলছে শুনানি । মঙ্গলবার এই মামলার ফের শুনানি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.