ETV Bharat / state

গোরুপাচার মামলায় গ্রেপ্তার এনামুল

author img

By

Published : Nov 6, 2020, 1:35 PM IST

Updated : Nov 6, 2020, 3:01 PM IST

আজ সকালে দিল্লি থেকে গ্রেপ্তার গোরু পাচার মামলায় মাথা এনামুল হক গোলাম মোস্তফা ৷ CBI-এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হয় সে ৷

ছবি
ছবি

কলকাতা, 6 নভেম্বর : দিল্লি থেকে গ্রেপ্তার গোরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হক গোলাম মোস্তফা ৷ আজ সে CBI-এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হয় ৷ গতকাল, একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় CBI ৷ এরপর আজ সকালে গ্রেপ্তার হয় এনামুল ৷ তাকে কলকাতায় আনা হচ্ছে ।

ফেনসিডিল দিয়ে হাতেখড়ি হয়েছিল এনামুলের ৷ এরপর ঝোঁক বাড়ে হেরোইনে । তারপর সরাসরি গোরু পাচার । ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তে সর্বেসর্বা হয়ে ওঠে মহম্মদ এনামুল হক ওরফে এনামুল ।2018 সালে প্রথম CBI-এর জালে ধরা পড়ে । যদিও সে বছরই জামিনে মুক্তি পায় । তবে জেরায় উঠে আসে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম । একইসঙ্গে BSF আধিকারিক জিবু ম্যাথিউয়ের নামও জানায় সে । যদিও সে বছরই ম্যাথিউকে গ্রেপ্তার করে CBI । 2018-র জানুয়ারিতে গ্রেপ্তার হয় সে । তাকে 45.3 লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ছিল এনামুলের বিরুদ্ধে ।

কিন্তু এরপর থেকে পাত্তা পাওয়া যায়নি তার । এনামুলের নাগাল পেতে নাকানি চোবানি খান CBI-র অনেক দুঁদে অফিসার । খুব কম সময়ের সফরে এনামুল হক হয়ে উঠেছিল গোরু পাচারের বেতাজ বাদশা । এক ডাকে জেলা, রাজ্য তথা দিল্লি পর্যন্ত এনামুলকে চিনত । এই পাচারচক্রে ভর দিয়েই এখন এনামুল কয়েকটি সংস্থার মালিক । CBI আধিকারিকরা তন্নতন্ন করে তল্লাশি চালিয়েছিলেন ৷ কিন্তু হদিশ মেলেনি ৷ অবশেষে আজ গ্রেপ্তার হয় সে ৷

কলকাতা, 6 নভেম্বর : দিল্লি থেকে গ্রেপ্তার গোরু পাচারে মূল অভিযুক্ত এনামুল হক গোলাম মোস্তফা ৷ আজ সে CBI-এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হয় ৷ গতকাল, একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় CBI ৷ এরপর আজ সকালে গ্রেপ্তার হয় এনামুল ৷ তাকে কলকাতায় আনা হচ্ছে ।

ফেনসিডিল দিয়ে হাতেখড়ি হয়েছিল এনামুলের ৷ এরপর ঝোঁক বাড়ে হেরোইনে । তারপর সরাসরি গোরু পাচার । ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তে সর্বেসর্বা হয়ে ওঠে মহম্মদ এনামুল হক ওরফে এনামুল ।2018 সালে প্রথম CBI-এর জালে ধরা পড়ে । যদিও সে বছরই জামিনে মুক্তি পায় । তবে জেরায় উঠে আসে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম । একইসঙ্গে BSF আধিকারিক জিবু ম্যাথিউয়ের নামও জানায় সে । যদিও সে বছরই ম্যাথিউকে গ্রেপ্তার করে CBI । 2018-র জানুয়ারিতে গ্রেপ্তার হয় সে । তাকে 45.3 লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ছিল এনামুলের বিরুদ্ধে ।

কিন্তু এরপর থেকে পাত্তা পাওয়া যায়নি তার । এনামুলের নাগাল পেতে নাকানি চোবানি খান CBI-র অনেক দুঁদে অফিসার । খুব কম সময়ের সফরে এনামুল হক হয়ে উঠেছিল গোরু পাচারের বেতাজ বাদশা । এক ডাকে জেলা, রাজ্য তথা দিল্লি পর্যন্ত এনামুলকে চিনত । এই পাচারচক্রে ভর দিয়েই এখন এনামুল কয়েকটি সংস্থার মালিক । CBI আধিকারিকরা তন্নতন্ন করে তল্লাশি চালিয়েছিলেন ৷ কিন্তু হদিশ মেলেনি ৷ অবশেষে আজ গ্রেপ্তার হয় সে ৷

Last Updated : Nov 6, 2020, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.