ETV Bharat / state

Calcutta High Court: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার তদন্তে কেন কলকাতা পুলিশ? প্রশ্ন তুলে হাইকোর্টে সিবিআই - সিবিআই

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই ৷ কলকাতা পুলিশকে কুন্তল ঘোষের চিঠি মামলার তদন্ত করতে নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৷ এর বিরুদ্ধেই মামলা হয়েছে ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 4:00 PM IST

Updated : Sep 11, 2023, 4:30 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই । গত 5 সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-কে কুন্তল ঘোষের চিঠির তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক । নিম্ন আদালতের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে আবেদন করেছে সিবিআই । আগামী বৃহস্পতিবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকাকালীন আলিপুর নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানায় একটি চিঠি লেখেন । যেখানে তিনি অভিযোগ করেন ইডি সিবিআই আধিকারিকরা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপসৃষ্টি করছে । এরপর এই বিষয় নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে হলে করলে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইকে ওই চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ দেন । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত সিবিআইয়ের

কারণ, জনসভা থেকে একই রকম কথা বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্ত করতে নির্দেশ দেন বিচারপতি । শীর্ষ আদালত এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে অন্য বেঞ্চকে শুনতে নির্দেশ দিলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর হয় মামলা । এই মামলায় অভিষেককে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি সিনহাও । বিষয়টি বর্তমানে সিবিআই ও ইডি তদন্ত করছে । এর মধ্যে ফের নতুন করে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে কেন নির্দেশ দিলেন নিম্ন আদালতের বিচারক সেই প্রশ্ন তুলে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ।

আদালতের নির্দেশে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি ও সিআইডি এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি ৷ এই মামলার সূত্রেই গ্রেফতার হয়েছিলেন হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই । গত 5 সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-কে কুন্তল ঘোষের চিঠির তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক । নিম্ন আদালতের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে আবেদন করেছে সিবিআই । আগামী বৃহস্পতিবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকাকালীন আলিপুর নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানায় একটি চিঠি লেখেন । যেখানে তিনি অভিযোগ করেন ইডি সিবিআই আধিকারিকরা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপসৃষ্টি করছে । এরপর এই বিষয় নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে হলে করলে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইকে ওই চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ দেন । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত সিবিআইয়ের

কারণ, জনসভা থেকে একই রকম কথা বলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্ত করতে নির্দেশ দেন বিচারপতি । শীর্ষ আদালত এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে অন্য বেঞ্চকে শুনতে নির্দেশ দিলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর হয় মামলা । এই মামলায় অভিষেককে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি সিনহাও । বিষয়টি বর্তমানে সিবিআই ও ইডি তদন্ত করছে । এর মধ্যে ফের নতুন করে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে কেন নির্দেশ দিলেন নিম্ন আদালতের বিচারক সেই প্রশ্ন তুলে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ।

আদালতের নির্দেশে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি ও সিআইডি এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি ৷ এই মামলার সূত্রেই গ্রেফতার হয়েছিলেন হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ ৷

Last Updated : Sep 11, 2023, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.