ETV Bharat / state

যুদ্ধের আবহে ইজরায়েলে বসেই ব্যবসা চালাচ্ছেন মালিক! বড়দিনের আগে চেনা ভিড় ঐতিহ্য়ের নাহুমসে - আইজ্যাক নাহুমস

Nahoum and Sons in Hogg Market: যুদ্ধ চলায় ইজরায়েলে আটকে কলকাতার নাহুমস অ্যান্ড সন্স বেকারির মালিক আইজ্যাক ৷ বড়দিনের আগে দোকানে ক্রেতাদের লম্বা লাইন ৷ ফোনেই বড়দিনের কেক ব্যবসার খোঁজ নিচ্ছেন কর্মীদের থেকে তিনি ৷

Nahoum and Sons
নাহুমস অ্যান্ড সন্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 5:07 PM IST

কলকাতার বিখ্যাত বেকারি নাহুমস অ্যান্ড সন্স

কলকাতা, 19 ডিসেম্বর: বড়দিন মানেই ক্রিস্টমাস ট্রির সঙ্গে চাই কেক ৷ আর কেক বললেই মাথায় আসে হগমার্কেটে নাহুমস অ্যান্ড সন্সের নাম ৷ সেখানে এখন কেক প্রেমীদের লম্বা লাইন ৷ তবে প্রত্যেকবারের মতো বড়দিনের আগে এবারে দোকানে দেখা নেই মালিক আইজ্যাক নাহুমসের ৷ কারণ তিনি আটকে রয়েছেন নিজের দেশ ইজরায়েলে ৷ সেখানে এখন যুদ্ধ চলছে ৷ তাই দেশে বসেই কলকাতার শতবর্ষ প্রাচীন এই বেকারির খোঁজ খবর নিচ্ছেন তিনি । বছরের এই ব্যস্ততম সময়ে মালিক সশরীরে হাজির না থাকলেও পরিস্থিতির বিন্দুমাত্র প্রভাব ব্যবসায় পড়ছে না বলে দাবি সংস্থার কর্মীদের ।

এই বেকারির এক কর্মী বলেন, "আগের মালিক কলকাতায় থাকেন । এখন তাঁর ছোট ভাই আইজ্যাক মালিক । তিনি ইজরায়েলে থাকেন । বড়দিনের মরশুমে ক্রেতাদের বিরাট চাপ থাকায় তিনি এখানে আসেন । এখন তাঁদের দেশের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ চলছে ৷ তাই তিনি এবার আসতে পারেননি । তবে তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন ।"

Nahoum and Sons
ইজরায়েলে বসেই বেকারির খোঁজ মালিক আইজ্যাকের

এই বেকারির অধিকাংশ কর্মী হলেন মুসলিম সম্প্রদায়ের । তাঁদের কথায়, "আমরা কোনও ধরনের যুদ্ধের পক্ষে নই । সেদেশের যুদ্ধ নিয়েও মাথা ঘামাতে চাই না । শান্তি ফিরুক । আমাদের মালিক তো যুদ্ধ করছে না ।" মালিক ও কর্মীর যৌথ বাঁধোনই আরও সুষ্ঠ করেছে পরিস্থিতির বেড়াজাল ছিঁড়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ । অন্যদিকে প্রতি বছরের মতই এবারেও দোকানে বিক্রি জমজমাট । সকালে নাহুমস অ‌্যান্ড সন্স খুলতেই উপচে পড়েছে ক্রেতাদের ভিড় । কেউ এসেছে কেক খেতে, তো কেউ নিয়ে যাবে বাড়ির লোকের জন্য ৷

প্রজন্মের পর প্রজন্ম সমাজের নানা স্তরে মানুষ এই দোকানের কেক খেয়েছেন ৷ কলকাতায় এই দোকানের ক্রেতা নয়, এমন মানুষের সংখ্যা খুবই কম । 1902 থেকে এই বেকারি কোম্পানির ব্যবসা শুরু । তবে 1916 সালে হগ মার্কেটে নাহুমস অ্যান্ড সন্স নামে দোকান চালু হয় । নাহুমসদের একের পর এক প্রজন্ম এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন । ডেভিড নাহুমস থাকতেন কলকাতায় । তিনি কারখানা দোকান দুটোই দেখতেন । তবে তাঁর মৃত্যুর পর ছোট ভাই আইজ‌্যাক এখন এই দোকানের মালিক । তিনি অবশ্য কলকাতায় নয়, নিজের দেশ ইজরায়েলে থাকেন । ইজরায়েল তাঁর ব্যবসা আছে । সারা বছর সেই ব্যবসা সামলান তিনি । আর ডিসেম্বরে কলকাতায় আসেন মাস দু'য়েকের জন্য ।

Nahoum and Sons
নাহুমস অ্যান্ড সন্সে ক্রেতাদের লম্বা লাইন

প্রতিবছর ডিসেম্বর মাসে ব্যবসায় বাড়তি চাপ পড়ে ৷ তা সামাল দিতেই ইজরায়েল থেকে ছুটে আসেন আইজ্যাক নাহুমস । তবে এবার যুদ্ধ চলায় ডিসেম্বর মাসে কলকাতায় আসার কোনও সুযোগ নেই মালিকের । তবে নিজে উপস্থিত না থাকতে পারলেও বড়দিনে যে বিশেষ কেক বিক্রি হয়, সেই ব্যবসায় আঁচ যাতে না লাগে সেদেশে বসেই কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তিনি । কলকাতায় নানা সময় নানা বেকারি সংস্থা ব্যবসা শুরু করলেও নিউমার্কেটের নাহুমস অ্যান্ড সন্স এখন ঐতিহ্য বহন করে চলেছে ।

আরও পড়ুন:

  1. কলকাতার রাজপথে অন্য বড়দিন 'স্লামডগ'দের
  2. দরজায় কড়া নাড়ছে বড়দিন, উৎসবের মরশুমে শহরে বাড়ল ডিমের দাম
  3. ঠান্ডার লম্বা স্পেল চলবে, বঙ্গজুড়ে শীতের ইনিংসে পারদ পতন এখনই নয়

কলকাতার বিখ্যাত বেকারি নাহুমস অ্যান্ড সন্স

কলকাতা, 19 ডিসেম্বর: বড়দিন মানেই ক্রিস্টমাস ট্রির সঙ্গে চাই কেক ৷ আর কেক বললেই মাথায় আসে হগমার্কেটে নাহুমস অ্যান্ড সন্সের নাম ৷ সেখানে এখন কেক প্রেমীদের লম্বা লাইন ৷ তবে প্রত্যেকবারের মতো বড়দিনের আগে এবারে দোকানে দেখা নেই মালিক আইজ্যাক নাহুমসের ৷ কারণ তিনি আটকে রয়েছেন নিজের দেশ ইজরায়েলে ৷ সেখানে এখন যুদ্ধ চলছে ৷ তাই দেশে বসেই কলকাতার শতবর্ষ প্রাচীন এই বেকারির খোঁজ খবর নিচ্ছেন তিনি । বছরের এই ব্যস্ততম সময়ে মালিক সশরীরে হাজির না থাকলেও পরিস্থিতির বিন্দুমাত্র প্রভাব ব্যবসায় পড়ছে না বলে দাবি সংস্থার কর্মীদের ।

এই বেকারির এক কর্মী বলেন, "আগের মালিক কলকাতায় থাকেন । এখন তাঁর ছোট ভাই আইজ্যাক মালিক । তিনি ইজরায়েলে থাকেন । বড়দিনের মরশুমে ক্রেতাদের বিরাট চাপ থাকায় তিনি এখানে আসেন । এখন তাঁদের দেশের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ চলছে ৷ তাই তিনি এবার আসতে পারেননি । তবে তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন ।"

Nahoum and Sons
ইজরায়েলে বসেই বেকারির খোঁজ মালিক আইজ্যাকের

এই বেকারির অধিকাংশ কর্মী হলেন মুসলিম সম্প্রদায়ের । তাঁদের কথায়, "আমরা কোনও ধরনের যুদ্ধের পক্ষে নই । সেদেশের যুদ্ধ নিয়েও মাথা ঘামাতে চাই না । শান্তি ফিরুক । আমাদের মালিক তো যুদ্ধ করছে না ।" মালিক ও কর্মীর যৌথ বাঁধোনই আরও সুষ্ঠ করেছে পরিস্থিতির বেড়াজাল ছিঁড়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ । অন্যদিকে প্রতি বছরের মতই এবারেও দোকানে বিক্রি জমজমাট । সকালে নাহুমস অ‌্যান্ড সন্স খুলতেই উপচে পড়েছে ক্রেতাদের ভিড় । কেউ এসেছে কেক খেতে, তো কেউ নিয়ে যাবে বাড়ির লোকের জন্য ৷

প্রজন্মের পর প্রজন্ম সমাজের নানা স্তরে মানুষ এই দোকানের কেক খেয়েছেন ৷ কলকাতায় এই দোকানের ক্রেতা নয়, এমন মানুষের সংখ্যা খুবই কম । 1902 থেকে এই বেকারি কোম্পানির ব্যবসা শুরু । তবে 1916 সালে হগ মার্কেটে নাহুমস অ্যান্ড সন্স নামে দোকান চালু হয় । নাহুমসদের একের পর এক প্রজন্ম এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন । ডেভিড নাহুমস থাকতেন কলকাতায় । তিনি কারখানা দোকান দুটোই দেখতেন । তবে তাঁর মৃত্যুর পর ছোট ভাই আইজ‌্যাক এখন এই দোকানের মালিক । তিনি অবশ্য কলকাতায় নয়, নিজের দেশ ইজরায়েলে থাকেন । ইজরায়েল তাঁর ব্যবসা আছে । সারা বছর সেই ব্যবসা সামলান তিনি । আর ডিসেম্বরে কলকাতায় আসেন মাস দু'য়েকের জন্য ।

Nahoum and Sons
নাহুমস অ্যান্ড সন্সে ক্রেতাদের লম্বা লাইন

প্রতিবছর ডিসেম্বর মাসে ব্যবসায় বাড়তি চাপ পড়ে ৷ তা সামাল দিতেই ইজরায়েল থেকে ছুটে আসেন আইজ্যাক নাহুমস । তবে এবার যুদ্ধ চলায় ডিসেম্বর মাসে কলকাতায় আসার কোনও সুযোগ নেই মালিকের । তবে নিজে উপস্থিত না থাকতে পারলেও বড়দিনে যে বিশেষ কেক বিক্রি হয়, সেই ব্যবসায় আঁচ যাতে না লাগে সেদেশে বসেই কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তিনি । কলকাতায় নানা সময় নানা বেকারি সংস্থা ব্যবসা শুরু করলেও নিউমার্কেটের নাহুমস অ্যান্ড সন্স এখন ঐতিহ্য বহন করে চলেছে ।

আরও পড়ুন:

  1. কলকাতার রাজপথে অন্য বড়দিন 'স্লামডগ'দের
  2. দরজায় কড়া নাড়ছে বড়দিন, উৎসবের মরশুমে শহরে বাড়ল ডিমের দাম
  3. ঠান্ডার লম্বা স্পেল চলবে, বঙ্গজুড়ে শীতের ইনিংসে পারদ পতন এখনই নয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.