কলকাতা, 17 ফেব্রুয়ারি: গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) এ বার সাংসদ-অভিনেতা দেবের সহ-প্রযোজককে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । সিবিআই সূত্রের খবর, ওই প্রযোজকের নাম পিন্টু মণ্ডল । তাঁকে আগামিকাল সকালে সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে ডাকা হয়েছে (CBI summons Dev's co-producer)।
জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে পিন্টু মণ্ডল (Dev's co-producer Pintu Mondal) নামে টলিউডের প্রযোজকের নাম হাতে এসেছে সিবিআই-এর ৷ তাদের কাছে খবর রয়েছে যে, পিন্টুর একাধিক ছবিতে বিপুল পরিমাণে টাকা ঢেলেছিল গরু পাচার কাণ্ডে অন্যতম চক্রি এনামুল হক । কীভাবে গরু পাচারের টাকা টলিউডে সিনেমার কাজে লাগানো হল ? কারাই বা সেই টাকা ব্যবহার করল ? এই সব প্রশ্নের উত্তর জানার জন্যই ওই প্রযোজককে তলব করেছে সিবিআই ।
আরও পড়ুন: Dev at Nizam Palace : গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে দেব
গরু পাচার কাণ্ডে গত 15 ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব । সিবিআই-এর প্রথম থেকেই অভিযোগ ছিল যে, টলিউডের বিভিন্ন ফিল্মে গরু পাচারের টাকা খাটানো হয়েছিল । তাছাড়াও বাববার এনামুল হকের সঙ্গে অভিনেতা-সাংসদ দেবের টাকার লেনদেন হয়েছিল বলে দাবি সিবিআই-এর । একাধিক সময়ে নাকি দেব এনামুল হকের কাছ থেকে বিভিন্ন উপহার নিয়েছিলেন এবং সেই উপহারের পরিবর্তে বিভিন্ন সুযোগ-সুবিধা এনামুল হককে পাইয়ে দিয়েছিলেন দেব । এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আগামী দিনে টলিউডের আরও বড় বড় নাম এই কাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে বিশেষ সূত্রে খবর মিলেছে ৷