কলকাতা, 7 অগস্ট: পঞ্চসায়র থানা এলাকা থেকে দক্ষিণ 24 পরগনার বিজয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল সোমবার । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে এ দিন । আগামিকাল অর্থাৎ 8 অগস্ট বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ।
পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুরের বিরোধী দলের বিজয়ী প্রার্থীদের পঞ্চসায়র থানা এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠেছিল ৷ পরে তাঁদের উদ্ধার করা সম্ভব হলেও অভিযোগের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ প্রশাসন । এই মর্মেই আদালতের দারস্থ হন প্রায় 10 জন জয়ী প্রার্থী ।
তাঁদের আবেদন-
1. জয়ী প্রার্থীদের নিরাপত্তার নির্দেশ দিক আদালত ৷
2. বোর্ড গঠনের দিন নিরাপত্তার নির্দেশ দিক আদালত ।
3. পঞ্চসায়র থানায় অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিক আদালত ।
28 জুলাই মথুরাপুরের বিরোধী প্রার্থীদের বোর্ড গঠনের আগে অপহরণের অভিযোগে আদালতের দ্বারস্থ হন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য বিরোধী জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তিনজন বিজেপি প্রার্থী এবং একজন বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে । ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন পঞ্চসায়রের একটি গেস্ট হাউস থেকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ ছিল ।
আরও পড়ুন: পঞ্চসায়রকাণ্ডে নয়া মোড়, তৃণমূল অপহরণ করেছিল; দাবি বিরোধী জয়ী প্রার্থীদের
এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বর্ষীয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । অপহৃত জয়ী বিরোধী প্রার্থীদের খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । একইসঙ্গে কলকাতা হাইকোর্টেও মামলা করা হয় । অভিযোগ, যাদের অপহরণ করা হয়েছিল পুলিশ তাঁদের খুঁজে বের করতে পারলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।