ETV Bharat / state

Fake logo of KP used in Kasba abduction: পুলিশের লোগো লাগানো গাড়ি নিয়ে কসবায় অপহরণ, কড়া নির্দেশিকা নগরপালের

পুলিশের নকল লোগো লাগানো গাড়ি (car with fake logo of Kolkata police) নিয়েই কসবায় ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল (Fake logo of KP used in Kasba abduction)৷ এই ঘটনা জানার পরই কড়া নির্দেশিকা জারি করলেন নগরপাল বিনীত গোয়েল (Kasba businessman abduction)৷

car with fake logo of Kolkata police used in Kasba businessman abduction
পুলিশের নকল লোগো লাগানো গাড়িতে কসবায় অপহরণ, কড়া নির্দেশিকা নগরপালের
author img

By

Published : Apr 21, 2022, 12:25 PM IST

কলকাতা, 21 এপ্রিল: খাস কলকাতায় পুলিশ বোর্ড লাগানো গাড়িতে অপহরণ করা হল ব্যবসায়ীকে (Fake logo of KP used in Kasba abduction)। তারপরই মহানগরে পুলিশের স্টিকার, লোগো এবং নীল ও লালবাতির সন্দেহজনক গাড়ি দেখলেই তাকে পরীক্ষা-নীরিক্ষা করে দেখার নির্দেশ দিলেন নগরপাল বিনীত গোয়েল ৷

কসবায় ব্যবসায়ী অপহরণের (Kasba businessman abduction) ঘটনায় এ বার পুলিশের নজরে পুলিশ বোর্ড । অপহৃত ব্যবসায়ীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন, যে গাড়িতে করে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে, সেই গাড়ির সামনে লাগানো ছিল পুলিশ লেখা একটি বোর্ড । আর এখানেই প্রশ্ন জাগছে, কী ভাবে পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে শুরু করে লাল এবং নীল বাতি গাড়ি এবং পুলিশের লোগো লাগানো গাড়িগুলি দিব্যি ঘুরে বেড়াচ্ছে শহরের রাজপথে ?

কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই নগরপাল বিনিত গোয়েল কলকাতা পুলিশের প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ-সহ ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন যে, রাস্তায় যদি পুলিশের স্টিকার বা বোর্ড লাগানো কোনও গাড়িকে সন্দেহজনক বলে মনে হয়, তাহলে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করার পর এবং বৈধ কাগজপত্র দেখার পর সেই গাড়িগুলিকে যেন ছাড়া হয় ৷ যদি কোনও বৈধ কাগজপত্র না থাকে, তাহলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: Businessman kidnapped at Kasba: অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশি তৎপরতায় উদ্ধার কসবার ব্যবসায়ী

সম্প্রতি কসবা থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে টিকা কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য । নেপথ্যে ছিল দেবাঞ্জন দেব নামে এক যুবক, যার গাড়িতে সবসময়ই লাগানো থাকত লাল এবং নীল বাতি ৷ গাড়ির সামনে রাজ্য সরকারের আমলার লোগো লাগানো থাকত ৷ নিরাপত্তারক্ষী হিসেবে বিএসএফ-এর একজন প্রাক্তন জওয়ানকে রেখেছিল দেবাঞ্জন দেব । গোটা ঘটনাটি এমন ভাবে সাজানো হয়েছিল যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারেন যে, সে আদতে রাজ্য সরকারের কোনও আমলাই নয় ৷ বরং একজন সাধারণ যুবক ।

সেই ঘটনার তথ্যপ্রমাণ সামনে আসার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । রাস্তায় নেমে রীতিমতো লাল এবং নীল বাতি লাগানো অপ্রয়োজনীয় গাড়িগুলিকে থামিয়ে নীল এবং লাল বাতি খোলাচ্ছিলেন পুলিশকর্মীরা । সেই ঘটনার পরে কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক নকল সরকারি আমলা এবং নকল আইপিএস আধিকারিক গ্রেফতার হন । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধরপাকড়ের সংখ্যা কমে যায় । তারই সুযোগ নিয়ে পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করে যে আবারও খাস কলকাতায় অপরাধের ঘটনা শুরু হয়েছে, তা ফের প্রমাণিত হল কসবার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ।

আরও পড়ুন: Child Abduction Case : ফিল্মি কায়দায় শিশু অপহরণ, মুক্তিপণ চাইতে গিয়ে ধৃত যুবক

কলকাতা, 21 এপ্রিল: খাস কলকাতায় পুলিশ বোর্ড লাগানো গাড়িতে অপহরণ করা হল ব্যবসায়ীকে (Fake logo of KP used in Kasba abduction)। তারপরই মহানগরে পুলিশের স্টিকার, লোগো এবং নীল ও লালবাতির সন্দেহজনক গাড়ি দেখলেই তাকে পরীক্ষা-নীরিক্ষা করে দেখার নির্দেশ দিলেন নগরপাল বিনীত গোয়েল ৷

কসবায় ব্যবসায়ী অপহরণের (Kasba businessman abduction) ঘটনায় এ বার পুলিশের নজরে পুলিশ বোর্ড । অপহৃত ব্যবসায়ীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন, যে গাড়িতে করে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে, সেই গাড়ির সামনে লাগানো ছিল পুলিশ লেখা একটি বোর্ড । আর এখানেই প্রশ্ন জাগছে, কী ভাবে পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে শুরু করে লাল এবং নীল বাতি গাড়ি এবং পুলিশের লোগো লাগানো গাড়িগুলি দিব্যি ঘুরে বেড়াচ্ছে শহরের রাজপথে ?

কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই নগরপাল বিনিত গোয়েল কলকাতা পুলিশের প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ-সহ ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন যে, রাস্তায় যদি পুলিশের স্টিকার বা বোর্ড লাগানো কোনও গাড়িকে সন্দেহজনক বলে মনে হয়, তাহলে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করার পর এবং বৈধ কাগজপত্র দেখার পর সেই গাড়িগুলিকে যেন ছাড়া হয় ৷ যদি কোনও বৈধ কাগজপত্র না থাকে, তাহলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: Businessman kidnapped at Kasba: অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশি তৎপরতায় উদ্ধার কসবার ব্যবসায়ী

সম্প্রতি কসবা থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে টিকা কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য । নেপথ্যে ছিল দেবাঞ্জন দেব নামে এক যুবক, যার গাড়িতে সবসময়ই লাগানো থাকত লাল এবং নীল বাতি ৷ গাড়ির সামনে রাজ্য সরকারের আমলার লোগো লাগানো থাকত ৷ নিরাপত্তারক্ষী হিসেবে বিএসএফ-এর একজন প্রাক্তন জওয়ানকে রেখেছিল দেবাঞ্জন দেব । গোটা ঘটনাটি এমন ভাবে সাজানো হয়েছিল যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারেন যে, সে আদতে রাজ্য সরকারের কোনও আমলাই নয় ৷ বরং একজন সাধারণ যুবক ।

সেই ঘটনার তথ্যপ্রমাণ সামনে আসার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । রাস্তায় নেমে রীতিমতো লাল এবং নীল বাতি লাগানো অপ্রয়োজনীয় গাড়িগুলিকে থামিয়ে নীল এবং লাল বাতি খোলাচ্ছিলেন পুলিশকর্মীরা । সেই ঘটনার পরে কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক নকল সরকারি আমলা এবং নকল আইপিএস আধিকারিক গ্রেফতার হন । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধরপাকড়ের সংখ্যা কমে যায় । তারই সুযোগ নিয়ে পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করে যে আবারও খাস কলকাতায় অপরাধের ঘটনা শুরু হয়েছে, তা ফের প্রমাণিত হল কসবার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ।

আরও পড়ুন: Child Abduction Case : ফিল্মি কায়দায় শিশু অপহরণ, মুক্তিপণ চাইতে গিয়ে ধৃত যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.