কলকাতা, 21 এপ্রিল: খাস কলকাতায় পুলিশ বোর্ড লাগানো গাড়িতে অপহরণ করা হল ব্যবসায়ীকে (Fake logo of KP used in Kasba abduction)। তারপরই মহানগরে পুলিশের স্টিকার, লোগো এবং নীল ও লালবাতির সন্দেহজনক গাড়ি দেখলেই তাকে পরীক্ষা-নীরিক্ষা করে দেখার নির্দেশ দিলেন নগরপাল বিনীত গোয়েল ৷
কসবায় ব্যবসায়ী অপহরণের (Kasba businessman abduction) ঘটনায় এ বার পুলিশের নজরে পুলিশ বোর্ড । অপহৃত ব্যবসায়ীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা জানতে পেরেছেন, যে গাড়িতে করে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে, সেই গাড়ির সামনে লাগানো ছিল পুলিশ লেখা একটি বোর্ড । আর এখানেই প্রশ্ন জাগছে, কী ভাবে পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে শুরু করে লাল এবং নীল বাতি গাড়ি এবং পুলিশের লোগো লাগানো গাড়িগুলি দিব্যি ঘুরে বেড়াচ্ছে শহরের রাজপথে ?
কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই নগরপাল বিনিত গোয়েল কলকাতা পুলিশের প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ-সহ ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন যে, রাস্তায় যদি পুলিশের স্টিকার বা বোর্ড লাগানো কোনও গাড়িকে সন্দেহজনক বলে মনে হয়, তাহলে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করার পর এবং বৈধ কাগজপত্র দেখার পর সেই গাড়িগুলিকে যেন ছাড়া হয় ৷ যদি কোনও বৈধ কাগজপত্র না থাকে, তাহলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷
আরও পড়ুন: Businessman kidnapped at Kasba: অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশি তৎপরতায় উদ্ধার কসবার ব্যবসায়ী
সম্প্রতি কসবা থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে টিকা কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য । নেপথ্যে ছিল দেবাঞ্জন দেব নামে এক যুবক, যার গাড়িতে সবসময়ই লাগানো থাকত লাল এবং নীল বাতি ৷ গাড়ির সামনে রাজ্য সরকারের আমলার লোগো লাগানো থাকত ৷ নিরাপত্তারক্ষী হিসেবে বিএসএফ-এর একজন প্রাক্তন জওয়ানকে রেখেছিল দেবাঞ্জন দেব । গোটা ঘটনাটি এমন ভাবে সাজানো হয়েছিল যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারেন যে, সে আদতে রাজ্য সরকারের কোনও আমলাই নয় ৷ বরং একজন সাধারণ যুবক ।
সেই ঘটনার তথ্যপ্রমাণ সামনে আসার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । রাস্তায় নেমে রীতিমতো লাল এবং নীল বাতি লাগানো অপ্রয়োজনীয় গাড়িগুলিকে থামিয়ে নীল এবং লাল বাতি খোলাচ্ছিলেন পুলিশকর্মীরা । সেই ঘটনার পরে কলকাতা শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক নকল সরকারি আমলা এবং নকল আইপিএস আধিকারিক গ্রেফতার হন । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধরপাকড়ের সংখ্যা কমে যায় । তারই সুযোগ নিয়ে পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করে যে আবারও খাস কলকাতায় অপরাধের ঘটনা শুরু হয়েছে, তা ফের প্রমাণিত হল কসবার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ।
আরও পড়ুন: Child Abduction Case : ফিল্মি কায়দায় শিশু অপহরণ, মুক্তিপণ চাইতে গিয়ে ধৃত যুবক