কলকাতা, 25 অগাস্ট : কোরোনায় আক্রান্ত গাড়ির চালক ও দুই নিরাপত্তারক্ষী । এর জেরে আপাতত কয়েকদিন হোম আইসোলেশনেই থাকবেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বাতিল করেছেন সমস্ত দলীয় কর্মসূচি । বৈঠক স্থগিত হওয়ায় দিল্লি ফিরে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয় ।
গতকাল দিলীপ ঘোষের সোয়াবের নমুনা পরীক্ষা হয় । এখনও তার রিপোর্ট আসেনি । আজ সেই রিপোর্ট এলে বোঝা যাবে তিনি কোরোনায় আক্রান্ত কি না । আক্রান্ত চালক দিলীপবাবুর সঙ্গে বেশিরভাগ সময়ই থাকতেন । চালকের পাশাপাশি দিলীপ ঘোষের দুই নিরাপত্তারক্ষীও কোরোনা আক্রান্ত । তাঁদের পুলিশ হাসপাতালে ভরতি করা হয়েছে ।
BJP সূত্রে খবর, দিলীপ ঘোষের গাড়ির চালকের ক'দিন ধরেই হালকা জ্বর ও কাশি ছিল । রবিবার তাঁর কোরোনা পরীক্ষা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে। সেই সঙ্গে দিলীপবাবুর দু'জন নিরাপত্তারক্ষীর রিপোর্টও পজ়িটিভ আসে ।
সোমবার থেকে দিলীপ ঘোষের বাড়িতে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকের পরিকল্পনা ছিল । সেই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেননের । কিন্তু দিলীপবাবু হোম আইসোলেশনে থাকায় সমস্ত বৈঠক স্থগিত করা হয়েছে ।