ETV Bharat / state

Car Catches Fire: রাজাবাজারে গাড়িতে আগুন, চোখের নিমেষে পুড়ে ছাই

ব্যস্ত সময়ে হঠাৎ কলকাতার রাজপথে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল (Car Catches Fire) ৷ দমকলের দশ মিনিটের চেষ্টায় নেভে আগুন ৷ হতাহতের কোনও খবর নেই ৷

fire
fire
author img

By

Published : Nov 28, 2022, 4:11 PM IST

কলকাতা, 28 নভেম্বর: রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে গাড়ি ৷ সপ্তাহের শুরুতেই ব্যস্ত দিনের মাঝে সোমবার এই ঘটনা ঘটল রাজাবাজারে ৷ একটি চারচাকা গাড়িতে এদিন আগুন লেগে যায় (Car catches fire at Raja bazar are) ৷

শিয়ালদা থেকে রাজাবাজারের দিকে উত্তরমুখী লেন ধরে আসার পথে এপিসি রোডের ওপর ভিক্টোরিয়া ইন্সটিটিউটের সামনে চলন্ত গাড়িতেই আগুনটি লাগে । আগুনের স্ফুলিঙ্গ দেখেই গেট খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে চালক কোনমতে প্রাণ রক্ষা করেন । নতুন বহুমূল্যের গাড়িটি এরপর টানা প্রায় আধ ঘণ্টা ব্যস্ত রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকে । বিকট আওয়াজে একের পর এক ফাটতে থাকে গাড়ির রেডিয়েটর, চাকা, ব্যাটারি-সহ অন্যান্য অংশ (Fire Incident in Kolkata)। মিনিট কুড়ির মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ।

রাজাবাজারে গাড়িতে বিধংসী আগুন

আরও পড়ুন: দমকলের 10টি ইঞ্জিন চেষ্টায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে টেরিটি বাজারের আগুন

সপ্তাহের প্রথম কাজের দিন, এলাকায় একাধিক স্কুল ছুটির সময় । তাই একদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অপরদিকে যাত্রী ভোগান্তি হয় । প্রায় মিনিট চল্লিশ পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে । দশ মিনিটের চেষ্টায় আগুন নেভায় তারা । ঠিক কাছেই দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির ব্যকলাইট-সহ পিছনের কিছুটা অংশ আগুনের তাপে ঝলসে যায় । চালককে খুঁজে না-পাওয়ায় গাড়ির কাঁচ ভেঙে কিছুটা দূরে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই ।

কলকাতা, 28 নভেম্বর: রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে গাড়ি ৷ সপ্তাহের শুরুতেই ব্যস্ত দিনের মাঝে সোমবার এই ঘটনা ঘটল রাজাবাজারে ৷ একটি চারচাকা গাড়িতে এদিন আগুন লেগে যায় (Car catches fire at Raja bazar are) ৷

শিয়ালদা থেকে রাজাবাজারের দিকে উত্তরমুখী লেন ধরে আসার পথে এপিসি রোডের ওপর ভিক্টোরিয়া ইন্সটিটিউটের সামনে চলন্ত গাড়িতেই আগুনটি লাগে । আগুনের স্ফুলিঙ্গ দেখেই গেট খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে চালক কোনমতে প্রাণ রক্ষা করেন । নতুন বহুমূল্যের গাড়িটি এরপর টানা প্রায় আধ ঘণ্টা ব্যস্ত রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকে । বিকট আওয়াজে একের পর এক ফাটতে থাকে গাড়ির রেডিয়েটর, চাকা, ব্যাটারি-সহ অন্যান্য অংশ (Fire Incident in Kolkata)। মিনিট কুড়ির মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ।

রাজাবাজারে গাড়িতে বিধংসী আগুন

আরও পড়ুন: দমকলের 10টি ইঞ্জিন চেষ্টায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে টেরিটি বাজারের আগুন

সপ্তাহের প্রথম কাজের দিন, এলাকায় একাধিক স্কুল ছুটির সময় । তাই একদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ অপরদিকে যাত্রী ভোগান্তি হয় । প্রায় মিনিট চল্লিশ পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে । দশ মিনিটের চেষ্টায় আগুন নেভায় তারা । ঠিক কাছেই দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির ব্যকলাইট-সহ পিছনের কিছুটা অংশ আগুনের তাপে ঝলসে যায় । চালককে খুঁজে না-পাওয়ায় গাড়ির কাঁচ ভেঙে কিছুটা দূরে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.