ETV Bharat / state

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, উলটে গেল গাড়ি - accident

17 ফেব্রুয়ারি পরমা আইল্যান্ডগামী লেনে গাড়ি দুর্ঘটনায় আহতে হয়েছিলেন তিনজন । এবারও সেই পরমা আইল্যান্ড । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল । ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে । সঙ্গে সঙ্গে গাড়িটি উলটে যায় ।

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা
ফের মা উড়ালপুলে দুর্ঘটনা
author img

By

Published : Feb 20, 2021, 11:07 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : 17 ফেব্রুয়ারির পর আবার 19 ফেব্রুয়ারি । ফের দুর্ঘটানর সাক্ষ্মী থাকল মা উড়ালপুল । গতকাল রাত দেড়টার সময় পরমা আইল্যান্ডগামী পি সি চন্দ্র গার্ডেনে নামার পথে বাঁক নিতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি । সঙ্গে সঙ্গে উলটে যায় গাড়িটি । আড়াআড়িভাবে রাস্তার উপর প্রায় 45 মিনিট পড়ে থাকে । পরে কলকাতা পুলিশের তরফে ক্রেনের মাধ্যমে গাড়িটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয় । এদিকে, গাড়ির চালক পলাতক ।

শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল । ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে । সঙ্গে সঙ্গে গাড়িটি উলটে যায় । বেগতিক দেখে উলটে যাওয়া গাড়ি থেকে কোনওক্রমে বেরিয়ে পালিয়ে যায় গাড়ির চালক । সিসিটিভি ফুটেজে এমনটাই ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে । এরপরে গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । পুলিশ জানিয়েছে গাড়িটি একটি ক্যাব সংস্থার গাড়ি । আর এই গাড়ি যে কোনও ব্যক্তি কয়েক ঘণ্টার জন্য ভাড়া নিয়ে নিজেই চালাতে পারেন । সেক্ষেত্রে ক্যাব সংস্থার রেজিস্টার চেক করে চালকের নাম, ঠিকানা খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন, মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা, আহত 3

এর আগেও একাধিকবার গাড়ি দুর্ঘটনার সাক্ষ্মী থেকেছে মা উড়ালপুল । এর আগে 17 ফেব্রুয়ারি পরমা আইল্যান্ডগামী লেনে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি । আহত হন তিনজন । 1 ফেব্রুয়ারি গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে মৃত্যু হয় অরিজিৎ নামে এক যুবকের । সঙ্গে তাঁর প্রেমিকাও ছিলেন । তবে প্রেমিকা বেঁচে যান । জানুয়ারি মাসে ভোর রাতে আরও একটি দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে । উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি উলটে যায় । তাতে গাড়ি চালক ও 4 যাত্রী আহত হয়েছিলেন ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি : 17 ফেব্রুয়ারির পর আবার 19 ফেব্রুয়ারি । ফের দুর্ঘটানর সাক্ষ্মী থাকল মা উড়ালপুল । গতকাল রাত দেড়টার সময় পরমা আইল্যান্ডগামী পি সি চন্দ্র গার্ডেনে নামার পথে বাঁক নিতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি । সঙ্গে সঙ্গে উলটে যায় গাড়িটি । আড়াআড়িভাবে রাস্তার উপর প্রায় 45 মিনিট পড়ে থাকে । পরে কলকাতা পুলিশের তরফে ক্রেনের মাধ্যমে গাড়িটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয় । এদিকে, গাড়ির চালক পলাতক ।

শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল । ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে । সঙ্গে সঙ্গে গাড়িটি উলটে যায় । বেগতিক দেখে উলটে যাওয়া গাড়ি থেকে কোনওক্রমে বেরিয়ে পালিয়ে যায় গাড়ির চালক । সিসিটিভি ফুটেজে এমনটাই ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে । এরপরে গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় । পুলিশ জানিয়েছে গাড়িটি একটি ক্যাব সংস্থার গাড়ি । আর এই গাড়ি যে কোনও ব্যক্তি কয়েক ঘণ্টার জন্য ভাড়া নিয়ে নিজেই চালাতে পারেন । সেক্ষেত্রে ক্যাব সংস্থার রেজিস্টার চেক করে চালকের নাম, ঠিকানা খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন, মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা, আহত 3

এর আগেও একাধিকবার গাড়ি দুর্ঘটনার সাক্ষ্মী থেকেছে মা উড়ালপুল । এর আগে 17 ফেব্রুয়ারি পরমা আইল্যান্ডগামী লেনে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি । আহত হন তিনজন । 1 ফেব্রুয়ারি গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে মৃত্যু হয় অরিজিৎ নামে এক যুবকের । সঙ্গে তাঁর প্রেমিকাও ছিলেন । তবে প্রেমিকা বেঁচে যান । জানুয়ারি মাসে ভোর রাতে আরও একটি দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে । উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি উলটে যায় । তাতে গাড়ি চালক ও 4 যাত্রী আহত হয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.