ETV Bharat / state

দুর্গাপুজো বন্ধ করা কোনও বিকল্প নয়, বললেন মুখ্যমন্ত্রী - Cancelling Durga puja revelry not an option

মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশে বলেন, "অন্য বহু রাজ্য পুজো বন্ধ করে দিয়েছে । কিন্তু আমি পুজো বন্ধ করিনি । অনুমতি দিয়েছি । এটা আমাদের জাতীয় পুজো । মায়ের পুজো বন্ধ করা ঠিক নয়। সমস্ত প্রোটোকল মেনেই পুজোর অনুমতি দিয়েছি ।"

মমতা
মমতা
author img

By

Published : Oct 15, 2020, 11:03 PM IST

কলকাতা, 15 অক্টোবর : দুর্গাপুজোর পাঁচটি দিন প্রত্যেকের উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা ৷ দুর্গাপুজো বন্ধ বা বাতিল করা কোনও বিকল্প নয় ৷ আজ পুজো উদ্বোধনের সময় এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেককে আশ্বস্ত করে তিনি বলেন, "আমরা মানুষের পাশে ছিলাম । আছি এবং থাকব ।"

মুখ্যমন্ত্রী বলেন, অন্য ধর্মীয় উৎসবের মতো দুর্গাপুজো চার দেওয়ালের মধ্যে করা সম্ভব নয় ৷ যেহেতু দেবী এই সময় পুরো পরিবার নিয়ে আসেন ৷ আর যেহেতু বেশির ভাগ পুজোর আয়োজন করা হয় হাউজ়িং সোসাইটি, ক্লাব, সমিতির পক্ষ থেকে ৷

আজ 110টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এর মধ্যে বেশ কয়েকটি পুজো জঙ্গলমহলের । মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশে বলেন, "অন্য বহু রাজ্য পুজো বন্ধ করে দিয়েছে । কিন্তু আমি পুজো বন্ধ করিনি । অনুমতি দিয়েছি । এটা আমাদের জাতীয় পুজো । মায়ের পুজো বন্ধ করা ঠিক নয়। সমস্ত প্রোটোকল মেনেই পুজোর অনুমতি দিয়েছি ।"

পাশাপাশি রাজ্যবাসীর সুস্থতার উপরও নজর দেন তিনি ৷ বলেন, "17 অক্টোবর থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ । এই সময় সকলকে সুস্থ থাকতে হবে । কেউ যদি অসুস্থ না হয়ে পড়ে তার জন্য ক্লাব ও পুজো কমিটিগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।" অন্যান্য বছরের কথা স্মরণ করিয়ে বলেন, " আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, সেরকম আছি এবং থাকব।"

কলকাতা, 15 অক্টোবর : দুর্গাপুজোর পাঁচটি দিন প্রত্যেকের উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা ৷ দুর্গাপুজো বন্ধ বা বাতিল করা কোনও বিকল্প নয় ৷ আজ পুজো উদ্বোধনের সময় এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেককে আশ্বস্ত করে তিনি বলেন, "আমরা মানুষের পাশে ছিলাম । আছি এবং থাকব ।"

মুখ্যমন্ত্রী বলেন, অন্য ধর্মীয় উৎসবের মতো দুর্গাপুজো চার দেওয়ালের মধ্যে করা সম্ভব নয় ৷ যেহেতু দেবী এই সময় পুরো পরিবার নিয়ে আসেন ৷ আর যেহেতু বেশির ভাগ পুজোর আয়োজন করা হয় হাউজ়িং সোসাইটি, ক্লাব, সমিতির পক্ষ থেকে ৷

আজ 110টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এর মধ্যে বেশ কয়েকটি পুজো জঙ্গলমহলের । মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশে বলেন, "অন্য বহু রাজ্য পুজো বন্ধ করে দিয়েছে । কিন্তু আমি পুজো বন্ধ করিনি । অনুমতি দিয়েছি । এটা আমাদের জাতীয় পুজো । মায়ের পুজো বন্ধ করা ঠিক নয়। সমস্ত প্রোটোকল মেনেই পুজোর অনুমতি দিয়েছি ।"

পাশাপাশি রাজ্যবাসীর সুস্থতার উপরও নজর দেন তিনি ৷ বলেন, "17 অক্টোবর থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ । এই সময় সকলকে সুস্থ থাকতে হবে । কেউ যদি অসুস্থ না হয়ে পড়ে তার জন্য ক্লাব ও পুজো কমিটিগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।" অন্যান্য বছরের কথা স্মরণ করিয়ে বলেন, " আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, সেরকম আছি এবং থাকব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.