কলকাতা, 14 জুন : তৃণমূলে মুকুল রায় ফিরে আসার পর, সরব হয়েছে রাজ্য বিজেপি । যেহেতু বিজেপিতে পদত্যাগ না করেই পদ্ম শিবির ছেড়েছেন মুকুল, সেই কারণে তাঁর
বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারী ।
এবার শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়াতে তাঁর বাবা শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হল তৃণমূল । সোমবার তৃণমূলের তরফ থেকে ওম বিড়লাকে ফোন করলেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় । অতীতেও একাধিকবার শিশির-সুনীলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দ্বারস্থ হয়েছে তৃণমূল । ফোন করে এবং চিঠি লিখে তাঁদের সাংসদ পদ খারিজের আবেদন করা হয় তৃণমূলের তরফ থেকে ।
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, শিশির-সুনীলের বিষয়ে তাঁরা স্পিকারকে বহু 'তথ্যপ্রমাণ' দিয়েছেন । বিজেপি-র শীর্ষনেতাদের আলিঙ্গন করার ছবি, ভিডিয়োও জমা দেওয়া হয়েছে ৷ লোকসভার স্পিকার ওই বিষয়ে 'সদর্থক' ভূমিকা পালন করবেন বলেই আশাবাদী সুদীপ । অপরদিকে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ।
আরও পড়ুন : Mukul Roy : উপেক্ষার কারণেই পদ্ম-সঙ্গ ত্যাগ, বলছেন মুকুল ঘনিষ্ঠরা