কলকাতা, ২৯ অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল কাল । সেই উপলক্ষ্যে মেয়ো রোডে সমাবেশের আয়োজন করেছে শাসক দলের ছাত্র সংগঠন (Campaign Against TMCP Programme)। ঠিক সেই সময় সোশাল মিডিয়ায় ক্যাম্পেন শুরু করলেন মেধা-তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা । মোট 7 দফা দাবি রাখা হয়েছে 2018 সিএসসি এম্পানেলড ক্যান্ডিডেটস অর্গানাইজেশন (Empaneled Candidates Organization)-এর তরফে ।
সামাজিক বার্তায় তারা বলছেন, "আজ 29 অগস্ট ৷ গান্ধি মূর্তির পাদদেশে ছাত্র (যুব) সভায় যাচ্ছেন? আপনারা কী এই তথ্যগুলি জানেন?
১. এই রাজ্যে প্রাইমারি, হাইস্কুল, কলেজে কয়েক লক্ষ শিক্ষকের শূন্যপদ পড়ে রয়েছে । অথচ বেকারত্বের যন্ত্রণায় কুরেকুরে মরছেন শিক্ষিত যুবকরা । তাঁদের নিয়োগের বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই ।
২. প্রকৃত শিক্ষা না দিয়ে ভিক্ষা দেবার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার ।
![ECO Campaign](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16226519_wb_ssc.jpg)
আরও পড়ুন: সমাবেশের আগের দিন সভামঞ্চ পরিদর্শন অভিষেকের
এই সংগঠন (Empaneled Candidates Organization)এর সহ-সভাপতি এসএ হামিদ বলেন, "রাজ্যের প্রায় 450 অধিক সরকারি অনুদানপ্রাপ্ত কলেজে স্থায়ী শিক্ষকের শূন্যপদের সংখ্যা প্রায় 30 হাজার । অথচ, 2018 কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতির কারণে প্রায় 600 জনের অধিক মেধা তালিকাভুক্ত প্রার্থী নিয়োগ পাননি । প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করে, তাদের বঞ্চিত করা হয়েছে । আর, এই দুর্নীতি ঢাকতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের শিক্ষা দফতর এবং কলেজ সার্ভিস কমিশন । অন্যদিকে, রাজ্যের কলেজেগুলিতে যোগ্য-পূর্ণ সময়ের স্থায়ী শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন প্রক্রিয়া । আর মান সম্পন্ন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার ছাত্র যুব সম্প্রদায় । আজ এর দায় রাজ্য সরকারকে নিতে হবে ।"