কলকাতা, ২ এপ্রিল: কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক ৷ প্রকাশিত হয়েছে দ্য অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (এআরডব্লুইউ) ২০২০, যা সাংঘাই ব়্যাঙ্কিং নামে পরিচিত। সেই তালিকায় ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি লিখেছেন , 'গোটা রাজ্যের জন্য এটা একটা গর্বের মুহূর্ত । অসাধারণ এই পারফরম্যান্সের সঙ্গে জড়িত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক, গবেষক , পড়ুয়া ও কর্মীদের আমার শুভেচ্ছা জানাই' ।
সাংঘাই ব়্যাঙ্কিং ২০২০-র তালিকায় গোটা বিশ্বের ১ হাজার প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও। ১ হাজারের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব়্যাঙ্ক ৬০১-৭০০ রেঞ্জের মধ্য়ে রয়েছে। উল্লেখ্য়, এই ব়্য়াঙ্কিং ব্য়াবস্থায় 100-র উপরে কোনও প্রতিষ্ঠানের স্থান হলে তাদের নির্দিষ্ট রেঞ্জের মধ্য়ে রাখা হয় ৷
ব়্যাঙ্কের এই তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রয়েছে ভারতের আরও দুটি প্রতিষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ ও দিল্লি ইউনিভার্সিটি। এই তালিকায় যে সব ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে তাঁদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন - সাংবাদিক বৈঠকে তৃণমূল
একই ব়্য়াঙ্ক রেঞ্জে থাকলেও কেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের নাম তৃতীয় স্থানে ?
একই ব়্যাঙ্ক তালিকায় থাকা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলিকে সাজানো হয়েছে বর্ণানুক্রমে। এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্য়ালয় নথিভুক্ত রয়েছে ইউনিভার্সিটি অফ কলকাতা নামে ৷ তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ইউনিভার্সিটি। যেটি নথিভুক্ত রয়েছে ইউনিভার্সিটি অফ দিল্লি নামে ৷ ব়্যাঙ্ক তালিকায় তাদের সকলেরই জাতীয় তথা আঞ্চলিক ব়্যাঙ্ক ২-৪। আবার দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
দেশের মধ্যে তৃতীয় স্থানে থাকার এই খবরে খুশি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা খুবই খুশি। তালিকায় তৃতীয় স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে, আরও একটি প্রতিষ্ঠান ও একটি বিশ্ববিদ্যালয় একই ব়্যাঙ্কে রয়েছে। খুবই ভালো লাগছে। আমাদের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষণা, নিরন্তর পঠন-পাঠনের ফলেই এটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে খুবই ভালো লাগছে।"
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA-র সভাপতি বলেন, "এটা নিঃসন্দেহে খুবই ভালো। এগুলোর মধ্যে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবার যে পরিশ্রম করছে তার প্রতিফলন ঘটেছে। এটা অবশ্যই ভালো লাগার কথা।"