কলকাতা, 21 সেপ্টেম্বর : পরীক্ষার জন্য দেওয়া যাবে না 24 ঘণ্টা । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশের পর আজ অধীনস্থ সব কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই বৈঠকের আলোচনায় অধ্যক্ষদের জানানো হয়েছে, স্নাতক কোর্সের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা দুই ঘণ্টার হবে । তবে, প্রশ্নপত্র ডাউনলোড করা এবং উত্তরপত্র আপলোড করার জন্য পড়ুয়াদের আরও 30 মিনিট সময় দেওয়া হবে ।
চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা নিতেই হবে । সুপ্রিম কোর্টের নির্দেশের পর অগাস্ট মাসের শেষে পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে । ঘোষণা করা হয়, চলতি বছর স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা ওপেন-বুক পদ্ধতিতে ঘরে বসেই দেবেন পড়ুয়ারা । অনলাইন মাধ্যমে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রশ্নপত্র । প্রশ্নপত্র পাওয়ার পর উত্তর লিখে তা অনলাইনে পাঠানো বা অফলাইনে সশরীরে কলেজে এসে জমা করার জন্য মোট 24 ঘণ্টা সময় দেওয়া হবে । সম্প্রতি রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের আবেদনের ভিত্তিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর মাসে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । কিন্তু, সামগ্রিকভাবে অনুমোদন দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে আপত্তি জানিয়ে চিঠি পাঠিয়েছিল UGC ।
UGC-র নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল, পরীক্ষার জন্য 24 ঘণ্টা সময় দেওয়া যাবে না । দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পরীক্ষা নিতে হবে । উত্তরপত্র আপলোড করার জন্য অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া যেতে পারে । সেই নির্দেশ পাওয়ার পর শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়, স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টারের পরীক্ষার্থীদের দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়া হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে সেই উত্তরগুলি আপলোড করার জন্য ।
পরীক্ষা পদ্ধতিতে বদল করার সিদ্ধান্ত নেওয়ার পর আজ সব কলেজের অধ্যক্ষদের সঙ্গে রাজাবাজার সায়েন্স কলেজের ক্যাম্পাসে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আশিসকুমার চট্টোপাধ্যায় । UGC-র নির্দেশ মেনে কী করে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া যায় তাই ছিল আজকের বৈঠকের আলোচ্য বিষয় । কোরোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে তিনটি ভাগে হয় এই বৈঠক । সেখানে আলোচনায় অধ্যক্ষদের জানানো হয়েছে, স্নাতকের পরীক্ষা দুই ঘণ্টার হবে । পড়ুয়াদের প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডের জন্য 30 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে ।
আজকের বৈঠক নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বলেন, "বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হল, দুই ঘণ্টার মধ্যে পরীক্ষা নিতে হবে। প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য ও উত্তরপত্র আপলোডের জন্য 30 মিনিট সময় দেওয়া হবে । সবমিলিয়ে আড়াই ঘণ্টার পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় আমাদের প্রশ্নপত্র পাঠিয়ে দেবে । আমরা সেগুলি ওয়েবসাইটে আপলোড করে দেব । তবে, পড়ুয়াদের কাছে প্রশ্নপত্র পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কোনও গাইডলাইন দেয়নি । টেকনিকাল বিষয়গুলি ও পরীক্ষা নিতে গিয়ে যদি ছোটোখাটো সমস্যা দেখা দেয় তবে সেগুলি সমাধানের বিষয়টি কলেজের উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে ।"
নতুন এই পদ্ধতিতে অফলাইন মাধ্যমে সশরীরে এসে উত্তরপত্র জমা দেওয়ার কোনও অপশন নিয়ে আলোচনা হয়নি বলে জানা গিয়েছে । ইন্দ্রনীল কর বলেন, "সশরীরে ওই সময়ের মধ্যে এসে উত্তরপত্র জমা দেওয়া সম্ভব নয় । তাই আমি অনলাইনেরই পক্ষে। বেশ কিছু বিষয় কলেজগুলির উপরেই ছেড়ে দেওয়া হয়েছে । সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সেগুলি কলেজই দেখবে ।" সবমিলিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মেনেই পরীক্ষা যাতে নেওয়া হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে অধ্যক্ষদের ।
কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে আগেই । সেই অনুযায়ী, 1-8 অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা । 30 অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে ফলাফল ।