কলকাতা, 4 অগাস্ট : কোরোনা সংক্রমণে যাঁরা মারা যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাঁরা অন্যান্য রোগে ভুগছিলেন । কো-মরবিড রোগীরাই বেশি মারা যাচ্ছেন কোরোনা সংক্রমণে । তাই কো-মরবিড রোগীরাই প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পৌরনিগমের কাছে । তাই এই রোগীদের পৃথক করে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ।
আজ কলকাতা পৌর নিগমের সদর দপ্তরে স্বাস্থ্য বিভাগীয় প্রশাসক অতীন ঘোষ, ডঃ অভিজিৎ চৌধুরী, ডঃ শান্তনু সেনসহ 70 মেডিকেল অফিসারদের নিয়ে বৈঠক করেন । অতীন ঘোষ জানিয়েছেন, “যারা অন্যান্য রোগে ভুগছেন তাঁরা কোরোনা আক্রান্ত হলে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়। এবং এই রোগীরা বেশি মারা যান । মৃত্যুর হার কমাতে এবং বেশি সংখ্যক মানুষকে দ্রুত সুস্থ করতেই এদিনের এই বৈঠক হয়। "
প্রতিদিনই কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পালস অক্সিমিটারের সাহায্যে নরমাল গান দিয়ে পরীক্ষা করে । এবার পৌরস্বাস্থ্যকর্মীরা যাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করছেন তাঁরাই কো-মরবিড রোগী অর্থাৎ যাঁরা বিভিন্ন রোগ নিয়ে ভুগছেন তাঁদের তথ্য সংগ্রহ করবে । এবং একটি তালিকা তৈরি করে তাঁদের পরীক্ষা করা হবে । তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, তাহলে তাঁদের সুস্থ করা সম্ভব হবে ও কোরোনা সংক্রমণে মৃত্যুর হার কিছুটা কমবে ।
আজ কলকাতা পৌরনিগমের 94 নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় কোরোনা পরীক্ষা করা হয় । গলফ গ্রিন রোডের বস্তিতে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন কয়েকজন । 80 জনের লালা রস পরীক্ষা করা হয়েছে ।