কলকাতা, 7 অগাস্ট : মুকুল রায়ের নামে ব্যাঙ্কশাল কোর্টের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ তবে, নিম্ন আদালতে মামলার শুনানি চলবে ৷ আজ বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দেন ৷
2018 সালের 31 জুলাই বড়বাজার থানায় এক ব্যক্তির বিরুদ্ধে 90 লাখ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয় ৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একটাই নাম । মুকুল রায় । 29 জুলাই আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুল রায়কে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ । মুকুল রায় সেই ডাকে সাড়া দেননি । পরে আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয় । কিন্তু তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল । পালটা আদালতে মুকুলের আইনজীবী জানান, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে । সেই মামলায় মুকুল রায়কে 10 দিন গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ৷ পাশাপাশি নির্দেশ দেওয়া হয় মুকুল রায় চাইলে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারেন ৷
দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টে আবেদন জানান মুকুল রায় ৷ আজ সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি রাজশেখর মান্থা মুকুল রায়ের গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করে দিলেন ৷
আজ মামলার শুনানিতে মুকুল রায়ের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "2018 সালের একটি ঘটনায় আমাক মক্কেলকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল । তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকেন ৷ সেকথা জানিয়ে সঠিক ঠিকানায় চিঠি দেওয়ার কথা বার বার বলা হয়েছে ৷ কিন্তু তা না করে আমার মক্কেলের বিরুদ্ধে একটা পরোয়ানা জারি করা হল ৷ কীসের এতো আরজেন্সি?" এর বিরুদ্ধে রাজ্যের তরফে পি পি শাশ্বত গোপাল মুখার্জি বলেন, "ওঁকে বার বার ডাকা সত্ত্বেও আসেননি ৷ তাই ওঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নগর দায়রা আদালত । তবে, উনি তদন্তে পুলিশের সহায়তা করছেন ।"