ETV Bharat / state

পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি - Mamata Banerjee

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 18, 2021, 11:28 AM IST

Updated : Jun 18, 2021, 2:12 PM IST

11:25 June 18

নন্দীগ্রামে ভোটের ফলাফল সংক্রান্ত মামলার শুনানির দিন পিছিয়ে গেল । আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য্য করা হয়েছে ।

কলকাতা, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত মামলার শুনানি করা হবে আগামী বৃহস্পতিবার । জানালেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ । নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন । 

মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আজ সকালে আইনজীবী গোপাল মুখোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দর দৃষ্টি আকর্ষণ করেন । তখন বিচারপতি জানান আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি করা হবে । এই ধরনের মামলায় নিয়ম অনুযায়ী মামলাকারীকে শুনানির দিন হাজির থাকতে হয় । সব পক্ষকে ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি । 
তৃণমূল সুপ্রিমোর দাবি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তাঁকে জোর করে পরিকল্পনা করে হারানো হয়েছে । গণনার একেবারে শেষ কয়েকটি দফায় কারচুপি না করা হলে তিনি বিধানসভা নির্বাচনে হারতেন না । সেই কারণে তিনি সরাসরি মামলাটি করেছেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ।

এবারের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম ৷ মমতা বনাম শুভেন্দু অধিকারী ৷ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট লড়াইয়ের অন্তিম পরিণতির দিকে তাকিয়েছিল গোটা দেশ ৷ 2 মে 17 রাউন্ড ভোটগণনার পর খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ উচ্ছ্বাসে বাঁধ ভাঙে তৃণমূল সমর্থকদের ৷ 

আরও পড়ুন : শুভেন্দুর দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি কতটা বাস্তব ?

কিন্তু সন্ধ্যা নামতেই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে পিছিয়ে শুভেন্দু অধিকারীর থেকে ৷ 1 হাজার 736 ভোটে শুভেন্দুর জয়ের খবর আসে ৷ তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷ কারণ মমতার জয়ের কোনও তথ্য প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন ৷ রিটার্নিং অফিসারকে শুভেন্দু অধিকারীর তরফে প্রাণনাশের হুমকি দেওয়াও হয়েছিল বলেও অভিযোগ ওঠে মমতার তরফে ৷ প্রশ্ন ওঠে শুভেন্দুর জয় নিয়ে ৷ তারপর জল গড়িয়েছে বিস্তর ৷

বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে মামলাটির শুনানি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের আইনজীবী সেলের তরফে আপত্তি তোলা হয়েছে । কলকাতা হাইকোর্টের সামনে ইতিমধ্যে তাঁরা একটি বিক্ষোভও দেখিয়েছেন, যাতে মামলাটির শুনানি অন্য কোনও বিচারপতির বেঞ্চে করা হয় । তাঁদের অভিযোগ, বিচারপতি কৌশিক চন্দর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যেখানে বিচারপতিকে বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ।

11:25 June 18

নন্দীগ্রামে ভোটের ফলাফল সংক্রান্ত মামলার শুনানির দিন পিছিয়ে গেল । আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য্য করা হয়েছে ।

কলকাতা, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত মামলার শুনানি করা হবে আগামী বৃহস্পতিবার । জানালেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ । নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন । 

মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আজ সকালে আইনজীবী গোপাল মুখোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দর দৃষ্টি আকর্ষণ করেন । তখন বিচারপতি জানান আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি করা হবে । এই ধরনের মামলায় নিয়ম অনুযায়ী মামলাকারীকে শুনানির দিন হাজির থাকতে হয় । সব পক্ষকে ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি । 
তৃণমূল সুপ্রিমোর দাবি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তাঁকে জোর করে পরিকল্পনা করে হারানো হয়েছে । গণনার একেবারে শেষ কয়েকটি দফায় কারচুপি না করা হলে তিনি বিধানসভা নির্বাচনে হারতেন না । সেই কারণে তিনি সরাসরি মামলাটি করেছেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ।

এবারের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম ৷ মমতা বনাম শুভেন্দু অধিকারী ৷ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট লড়াইয়ের অন্তিম পরিণতির দিকে তাকিয়েছিল গোটা দেশ ৷ 2 মে 17 রাউন্ড ভোটগণনার পর খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ উচ্ছ্বাসে বাঁধ ভাঙে তৃণমূল সমর্থকদের ৷ 

আরও পড়ুন : শুভেন্দুর দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি কতটা বাস্তব ?

কিন্তু সন্ধ্যা নামতেই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে পিছিয়ে শুভেন্দু অধিকারীর থেকে ৷ 1 হাজার 736 ভোটে শুভেন্দুর জয়ের খবর আসে ৷ তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷ কারণ মমতার জয়ের কোনও তথ্য প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন ৷ রিটার্নিং অফিসারকে শুভেন্দু অধিকারীর তরফে প্রাণনাশের হুমকি দেওয়াও হয়েছিল বলেও অভিযোগ ওঠে মমতার তরফে ৷ প্রশ্ন ওঠে শুভেন্দুর জয় নিয়ে ৷ তারপর জল গড়িয়েছে বিস্তর ৷

বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে মামলাটির শুনানি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের আইনজীবী সেলের তরফে আপত্তি তোলা হয়েছে । কলকাতা হাইকোর্টের সামনে ইতিমধ্যে তাঁরা একটি বিক্ষোভও দেখিয়েছেন, যাতে মামলাটির শুনানি অন্য কোনও বিচারপতির বেঞ্চে করা হয় । তাঁদের অভিযোগ, বিচারপতি কৌশিক চন্দর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, যেখানে বিচারপতিকে বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ।

Last Updated : Jun 18, 2021, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.