ETV Bharat / state

Amartya Sen Land Dispute: অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷ এই সংক্রান্ত মামলার শুনানি সিউড়ি আদালতে 10 মে হতে চলেছে ৷

Amartya Sen Land Dispute ETV Bharat
অমর্ত্য সেন কলকাতা হাইকোর্ট
author img

By

Published : May 4, 2023, 1:13 PM IST

কলকাতা, 4 মে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ আগামী 6 মে ভারতরত্নের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । 15 মে জেলা আদালতে এই মামলার শুনানির দিন ধার্য ছিল ৷ সেই শুনানি আগামী বুধবার অর্থাৎ 10 মে করবে জেলা আদালত । সিউড়ি আদালত অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল, সেটা আপাতত এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দে ।

যদিও বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, এই আদালতের এক্তিয়ার নেই মামলা শোনার । জমির উপর স্ট্যাটাসকো নির্দেশ দেওয়া রয়েছে । এর অর্থ তাঁরা সুরক্ষিত । এখানে আবেদন করার এক্তিয়ার নেই । হাইকোর্ট এই মামলা শুনতে পারে না ৷ অমর্ত্য সেনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, 15 মে শুনানি থাকলেও 6 মে ওই জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে । বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন, আগামী বুধবার 10 মে এই মামলার শুনানি করবে জেলা বিচারক ।

জমি ছেড়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিউড়ি আদালতে আগেই মামলা করেছিলেন নোবেলজয়ী ৷ সেখানে 15 মে মামলার শুনানি ছিল । বিশ্বভারতীর আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি এগিয়ে 10 মে করল কলকাতা হাইকোর্ট । তাই 6 মে জমি খালি করার নোটিশের উপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিভাসরঞ্জন দে ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর 99 বছরের জন্য 1.38 একর জমি লিজে দিয়েছিলেন । লিজে জমি পেয়েছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন । তাঁর বাবাই প্রতীচী বাড়িটি নির্মাণ করেছিলেন ।

আরও পড়ুন: 15 দিনের মধ্যে জমি খালি না করলে বল প্রয়োগ ! অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর

কলকাতা, 4 মে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ আগামী 6 মে ভারতরত্নের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । 15 মে জেলা আদালতে এই মামলার শুনানির দিন ধার্য ছিল ৷ সেই শুনানি আগামী বুধবার অর্থাৎ 10 মে করবে জেলা আদালত । সিউড়ি আদালত অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল, সেটা আপাতত এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দে ।

যদিও বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, এই আদালতের এক্তিয়ার নেই মামলা শোনার । জমির উপর স্ট্যাটাসকো নির্দেশ দেওয়া রয়েছে । এর অর্থ তাঁরা সুরক্ষিত । এখানে আবেদন করার এক্তিয়ার নেই । হাইকোর্ট এই মামলা শুনতে পারে না ৷ অমর্ত্য সেনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, 15 মে শুনানি থাকলেও 6 মে ওই জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে । বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন, আগামী বুধবার 10 মে এই মামলার শুনানি করবে জেলা বিচারক ।

জমি ছেড়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিউড়ি আদালতে আগেই মামলা করেছিলেন নোবেলজয়ী ৷ সেখানে 15 মে মামলার শুনানি ছিল । বিশ্বভারতীর আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি এগিয়ে 10 মে করল কলকাতা হাইকোর্ট । তাই 6 মে জমি খালি করার নোটিশের উপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিভাসরঞ্জন দে ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর 99 বছরের জন্য 1.38 একর জমি লিজে দিয়েছিলেন । লিজে জমি পেয়েছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন । তাঁর বাবাই প্রতীচী বাড়িটি নির্মাণ করেছিলেন ।

আরও পড়ুন: 15 দিনের মধ্যে জমি খালি না করলে বল প্রয়োগ ! অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.