ETV Bharat / state

RG Kar Medical College: শ্লীলতাহানিতে অভিযুক্ত আরজি করের তিন শিক্ষককে রক্ষাকবচ হাইকোর্টের

শ্লীলতাহানিতে অভিযুক্ত তিন শিক্ষককে রক্ষাকবচ দিল হাইকোর্ট ৷ তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ৷ এক ডাক্তারি ছাত্রী তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন ৷

R G Kar Medical College Hospital
আরজি কর মেডিক্যাল কলেজ
author img

By

Published : Jun 1, 2023, 10:19 PM IST

কলকাতা, 1 জুন: আরজি কর মেডিক্যাল কলেজে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত তিন চিকিৎসককে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । তদন্তে সহযোগিতা করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে না পুলিশ । এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ । ওই তিনজন চিকিৎসককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ । অভিযুক্তরা পুলিশের তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ।

রেগুলার বেঞ্চে 14 জুন মামলার পরবর্তী শুনানি হবে । তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে । এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় । ডাক্তারি পড়ুয়া এক ছাত্রী তাঁর তিনজন প্রশিক্ষক উর্ধতন চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন । যদিও অভিযুক্ত চিকিৎসকদের পালটা অভিযোগ, ওই ছাত্রী নিয়মিত কলেজে হাজির থাকতেন না । তাতে তিনি পিছিয়ে যাচ্ছিলেন । তিনি জোর করে রেজিস্ট্রার খাতায় উপস্থিতির সই করার জন্য জোরাজুরি করেন । তাতে বাধা দিয়ে বকাঝকা করায় ওই চিকিসকদের বিরুদ্ধে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ করেছেন ছাত্রী বলে দাবি করা হয় ।

তরুণীর অভিযোগ পেয়ে এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করে । আবার হাসপাতালে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । বরখাস্ত করা হয়েছে মামলাকারী তিনজনকে । তারপরই অভিযোগ খারিজের আবেদন ও বরখাস্তের নির্দেশ তুলে নিতে আবেদন করেন অভিযুক্ত চিকিৎসকরা । ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার তাদের কোনও ডিউটি দিচ্ছেন না বলে জানান আরজি কর মেডিক্যাল কলেজের ওই শিক্ষকরা ।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক

দিনপাঁচেক আগে এক ইন্টার্ন সহকর্মী তিন চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন । বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিলেন তাঁরা বলে টালা থানায় অভিযোগ দায়ের করেন তিনি । তারপরই পুলিশ তদন্ত করতে শুরু করে । রোগী কল্যাণ সমীতির চেয়ারম্যান শান্তনু সেন আগেই জানিয়েছেন, যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

কলকাতা, 1 জুন: আরজি কর মেডিক্যাল কলেজে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত তিন চিকিৎসককে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । তদন্তে সহযোগিতা করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে না পুলিশ । এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ । ওই তিনজন চিকিৎসককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ । অভিযুক্তরা পুলিশের তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ।

রেগুলার বেঞ্চে 14 জুন মামলার পরবর্তী শুনানি হবে । তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে । এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় । ডাক্তারি পড়ুয়া এক ছাত্রী তাঁর তিনজন প্রশিক্ষক উর্ধতন চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন । যদিও অভিযুক্ত চিকিৎসকদের পালটা অভিযোগ, ওই ছাত্রী নিয়মিত কলেজে হাজির থাকতেন না । তাতে তিনি পিছিয়ে যাচ্ছিলেন । তিনি জোর করে রেজিস্ট্রার খাতায় উপস্থিতির সই করার জন্য জোরাজুরি করেন । তাতে বাধা দিয়ে বকাঝকা করায় ওই চিকিসকদের বিরুদ্ধে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ করেছেন ছাত্রী বলে দাবি করা হয় ।

তরুণীর অভিযোগ পেয়ে এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করে । আবার হাসপাতালে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । বরখাস্ত করা হয়েছে মামলাকারী তিনজনকে । তারপরই অভিযোগ খারিজের আবেদন ও বরখাস্তের নির্দেশ তুলে নিতে আবেদন করেন অভিযুক্ত চিকিৎসকরা । ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার তাদের কোনও ডিউটি দিচ্ছেন না বলে জানান আরজি কর মেডিক্যাল কলেজের ওই শিক্ষকরা ।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক

দিনপাঁচেক আগে এক ইন্টার্ন সহকর্মী তিন চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন । বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিলেন তাঁরা বলে টালা থানায় অভিযোগ দায়ের করেন তিনি । তারপরই পুলিশ তদন্ত করতে শুরু করে । রোগী কল্যাণ সমীতির চেয়ারম্যান শান্তনু সেন আগেই জানিয়েছেন, যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.