ETV Bharat / state

Illegal Toll Tax Collection: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে রাজ্য টাকা নিচ্ছে ! জনস্বার্থ মামলার রায়দান স্থগিত

author img

By

Published : Dec 6, 2022, 8:17 PM IST

ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) বেনাপোলের আগে রাজ্য বেআইনি ভাবে টোলট্যাক্স নিচ্ছে বলে অভিযোগ ৷ এই নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ মঙ্গলবার শুনানি শেষ হয়েছে ৷ রায়দান স্থগিত রেখেছে আদালত ৷

calcutta-high-court-reserves-verdict-on-west-bengals-alleged-illegal-toll-tax-collection-in-india-bangladesh-border
Illegal Toll Tax Collection: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে রাজ্য টাকা নিচ্ছে ! জনস্বার্থ মামলার রায়দান স্থগিত

কলকাতা, 6 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) বেনাপোলের আগে চেকপোস্ট বসিয়ে রাজ্য বেআইনি ভাবে টোলট্যাক্স (Illegal Toll Tax Collection) নিচ্ছে বলে দাবি করে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । মঙ্গলবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।

মামলাকারীর তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন, ‘‘এই ভাবে টাকা তোলার কোনও নির্দিষ্ট রুল আছে কি না, সেই প্রশ্ন তুলেছিলাম আমরা । রাজ্য সাংবিধানিক আইন বা নির্দিষ্ট কোনও আইনের বলে করছে কি না, সেটা জানতে চেয়েছি আমরা । রাজ্য এইভাবে টাকা নিতে পারে না ।’’

তিনি আরও বলেন, ‘‘2 নভেম্বর 2022 মামলাকারী একটা রিপ্রেজেন্টটেশন দিয়েছিল রাজ্যকে । রাজ্য যেভাবে সীমান্ত এলাকায় টাকা তুলছে, তা আসলে দেশের সংরক্ষিত তহবিলে যাওয়া উচিত । রাজ্য এভাবে ব্যবসা করতে পারে না । রাজ্য এমনকি বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে এই টাকা নেওয়ার ব্যাপারে । কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিছু জানানো হয়নি । ফিনান্স ডিপার্টমেন্ট, বিদেশ দফতরের সঙ্গে কোনও কথাই বলা হয়নি ।’’

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "যিনি এই মামলা করেছেন, তিনি বিধানসভার একজন সদস্য । বিরোধী দলের সদস্য । ফলে এই মামলা অবৈধ । পাশাপাশি সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে ৷ রাজ্যের ক্ষমতা আছে টোল ট্যাক্স নেওয়ার ।"

উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্তের (International Border) আগে গাড়ির ভিড় সামাল দিতে নেওয়া হচ্ছে টাকা । এই মর্মে জারি করা হয় বিজ্ঞপ্তি । সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয় কলকাতা হাইকোর্টে । গত 12 জুলাইয়ের বিজ্ঞপ্তি সংশোধন করে 29 সেপ্টেম্বর পরিবহণ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, সীমান্তে যাওয়ার আগে ভর্তি গাড়ির ক্ষেত্রে 10 হাজার এবং তুলনায় খালি গাড়ির ক্ষত্রে 5 হাজার টাকা করে দিতে হবে । সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছিল মামলা ।

আরও পড়ুন: পৌষমেলা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই হবে কি না সিদ্ধান্ত বিশ্বভারতীর, নির্দেশিকায় বলল হাইকোর্ট

কলকাতা, 6 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) বেনাপোলের আগে চেকপোস্ট বসিয়ে রাজ্য বেআইনি ভাবে টোলট্যাক্স (Illegal Toll Tax Collection) নিচ্ছে বলে দাবি করে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । মঙ্গলবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ।

মামলাকারীর তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন, ‘‘এই ভাবে টাকা তোলার কোনও নির্দিষ্ট রুল আছে কি না, সেই প্রশ্ন তুলেছিলাম আমরা । রাজ্য সাংবিধানিক আইন বা নির্দিষ্ট কোনও আইনের বলে করছে কি না, সেটা জানতে চেয়েছি আমরা । রাজ্য এইভাবে টাকা নিতে পারে না ।’’

তিনি আরও বলেন, ‘‘2 নভেম্বর 2022 মামলাকারী একটা রিপ্রেজেন্টটেশন দিয়েছিল রাজ্যকে । রাজ্য যেভাবে সীমান্ত এলাকায় টাকা তুলছে, তা আসলে দেশের সংরক্ষিত তহবিলে যাওয়া উচিত । রাজ্য এভাবে ব্যবসা করতে পারে না । রাজ্য এমনকি বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে এই টাকা নেওয়ার ব্যাপারে । কিন্তু কেন্দ্রীয় সরকারকে কিছু জানানো হয়নি । ফিনান্স ডিপার্টমেন্ট, বিদেশ দফতরের সঙ্গে কোনও কথাই বলা হয়নি ।’’

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "যিনি এই মামলা করেছেন, তিনি বিধানসভার একজন সদস্য । বিরোধী দলের সদস্য । ফলে এই মামলা অবৈধ । পাশাপাশি সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে ৷ রাজ্যের ক্ষমতা আছে টোল ট্যাক্স নেওয়ার ।"

উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্তের (International Border) আগে গাড়ির ভিড় সামাল দিতে নেওয়া হচ্ছে টাকা । এই মর্মে জারি করা হয় বিজ্ঞপ্তি । সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয় কলকাতা হাইকোর্টে । গত 12 জুলাইয়ের বিজ্ঞপ্তি সংশোধন করে 29 সেপ্টেম্বর পরিবহণ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, সীমান্তে যাওয়ার আগে ভর্তি গাড়ির ক্ষেত্রে 10 হাজার এবং তুলনায় খালি গাড়ির ক্ষত্রে 5 হাজার টাকা করে দিতে হবে । সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছিল মামলা ।

আরও পড়ুন: পৌষমেলা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই হবে কি না সিদ্ধান্ত বিশ্বভারতীর, নির্দেশিকায় বলল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.