কলকাতা, 11 ফেব্রুয়ারি : মুখ্যসচিবকে পৌরনির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর দাবিতে যে মামলা করা হয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, বৃহস্পতিবারে দেওয়া নির্দেশের কোনও সংশোধন প্রয়োজন আছে বলে মনে করছে না হাইকোর্ট ।
এই মামলার শুনানিতে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় প্রাক্তন প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নির্দেশ তুলে ধরেন ৷ বিচারপতি বিন্দাল জানিয়েছিলেন, মুখ্যসচিব কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির মতো আচরণ করতে পারেন না । তাই এখানে মুখ্যসচিবকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানো উচিত বলে মন্তব্য করেন সব্যসাচীবাবু ৷ তার উত্তরে প্রধান বিচারপতি জানান, মুখ্যসচিবকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দানের জন্য এই যুক্তি যথেষ্ট নয় ।
বৈঠকের পরেও বিধাননগর পৌরনিগমে (BMC Election 2022) কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও জানায়নি নির্বাচন কমিশন । আদালতে এই কথা জানালেন সল্টলেকের বাসিন্দা মামলাকারী ছবি বসুর আইনজীবীরা । কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, নিরাপত্তা নিয়ে যদি কোনও গলদ ধরা পড়ে তাহলে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই । আজ ফের এই কথা স্মরণ করালেন প্রধান বিচারপতি । কমিশন অবশ্য বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর ব্যাপারে সিদ্ধান্তের বিষয়ে আজ আদালতে জানিয়েছে, বৈঠকের বিস্তারিত বিষয়সূচি তৈরি হচ্ছে । তাই এই সিদ্ধান্ত জানাতে সময় লাগবে ।
রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, "নির্বাচন কমিশন ও রাজ্যের বৈঠক যথাসময়ে হয়েছে ৷ তবে এই সিদ্ধান্ত বৃহস্পতিবারের নির্দেশ অনুযায়ী আদালতকে জানাতে বলা হয়নি ৷" পাশাপাশি বৈঠকে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা জানেন না বলেও উল্লেখ করেন ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্যসচিব-সহ রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রমন্ত্রক ও বিধাননগর পুলিশ কমিশনার বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বিধাননগর পৌর নির্বাচনে আদৌ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা ।