কলকাতা, 20 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । বুধবার আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ । শুনানিতে সিবিআইয়ের তরফ থেকে আবেদন জানানো হয়, যেহেতু মূল মামলা দিল্লিতে, তাই এই আদালত (কলকাতা হাইকোর্ট) এই মামলা শুনতে পারে না । তার পরেই আজ জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট ।
গরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করার পরেই জামিনের আবেদন জানিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন । গরুপাচার মামলায় পিএমএল-এ ধারা যুক্ত হওয়ার অবকাশ আছে । ইডি এই মামলা হাতে নিতে চায় কি না, জানতে চেয়েছিল আদালত । পাশাপাশি মামলার বিচার কোথায় হাওয়া উচিত, সেই এক্তিয়ার নিয়ে মামলা বিচারাধীন ছিল দিল্লি হাইকোর্টে । এ দিন সিবিআইয়ের তরফে পরিষ্কার জানানো হয়, যেহেতু দিল্লি হাইকোর্টে সায়গলের বিচার চলছে, তাই একই সঙ্গে কলকাতা হাইকোর্টেও এই মামলার বিচার হতে পারে না । তা এক্তিয়ার বর্হিভূত ।
গরুপাচার মামলার তদন্তে নেমে গত বছর জুন মাসে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সায়গলকে গ্রেফতার করেন গোয়েন্দারা । মুর্শিদাবাদের ডোমকল-সহ সায়গলের একাধিক বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই । সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে সায়গলের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির সন্ধান পান তাঁরা ।
এই মামলায় আর্থিক লেনদেন সম্পর্কে সায়গল কিছু জানেন কি না ? জানলে মামলায় আর কারা জড়িত ? কোন পথে পাচারের টাকা লেনদেন হত, সেই তথ্য জানতেই তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় সংস্থা, এই বলে দিল্লি নিয়ে যাওয়া হয় ।তারপর থেকে অনুব্রত মণ্ডলের মতোই তাঁরও বিচার চলছে দিল্লি হাইকোর্টে ।
আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি