ETV Bharat / state

কাঁথি সমবায় ব্যাঙ্কের বিশেষ অডিটের নির্দেশের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের - special audit of Contai Cooperative Bank

আদালতের অনুমতি ছাড়া কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে কোনও ধরনের অডিট করা যাবে না । কারণ রাজ্যের অর্থ দফতরের তরফ যে নোটিস অডিটের ব্যাপারে দেওয়া হয়েছে, সেখানে অডিটের কোনও কারণ উল্লেখ করা হয়নি । তবে ব্যাঙ্কের নথিপত্র সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে পারে রাজ্য সরকার ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 16, 2021, 9:33 PM IST

কলকাতা, 16 জুলাই : কাঁথি সমবায় ব্যাঙ্কের বিশেষ অডিটের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শম্পা সরকার আজ এই নির্দেশ দিয়েছেন । স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । খুব সম্প্রতি রাজ্য সরকার কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রথমে 12 জুন ও পরে 14 জুন এই ব্যাঙ্কের স্পেশাল অডিটের নোটিস জারি করে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় কাঁথি সমবায় ব্যাঙ্কের তরফে । বিচারপতি শম্পা সরকার সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন আপাতত বিশেষ অডিট করা যাবে না । তবে ব্যাঙ্কের নথিপত্র দেখা যাবে ।

এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রাজ্যের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি চার সপ্তাহের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

মামলার শুনানিতে ব্যাঙ্কের তরফে বর্ষীয়ান আইনজীবী জয়দীপ কর বলেন," এই ধরনের সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যের অর্থ দফতরের বা কো-অপারেটিভ সোসাইটির অ্যাডিশনাল রেজিস্টারের কোনও ক্ষমতাই নেই ব্যাঙ্কের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর । একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইলে সমবায় ব্যাঙ্কের অডিট করতে পারে । যদি কোনও গলদ হয়েই থাকে তাহলে ব্যাঙ্কিং আইনের 35 ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিষয়টি খতিয়ে দেখতে পারে । কিন্তু রাজ্য অনেকবার বেআইনিভাবে নাক গলানোর চেষ্টা করেছে । হস্তক্ষেপ করার চেষ্টা করেছে সমবায় ব্যাঙ্কের অভ্যন্তরীণ বিষয়ে ।"

তিনি আরও জানান , গত বছর 25 সেপ্টেম্বর ব্যাঙ্কের ব্যালেন্স শিট , লাভ - ক্ষতি এবং অডিটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজারকে রিপোর্ট দেওয়া হয়েছে । রাজ্যকেও তা জানানো হয়েছে । ফলে নতুন করে বিশেষ অডিটের কোনও প্রয়োজনই নেই।

অন্যদিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "সমবায় ব্যাঙ্কের ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে । এর বলেই রাজ্য এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুজনেই যৌথ ক্ষমতা প্রয়োগ করতে পারে । এই ধরনের সমবায় ব্যাঙ্কগুলির উপর ক্ষেত্রে এই দুই কর্তৃপক্ষকে পারস্পরিক সমঝোতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে । কাঁথির এই সমবায় ব্যাঙ্কটি রাজ্যের কো-অপারেটিভ সোসাইটি আইন, 2006 দ্বারা লাইসেন্সপ্রাপ্ত । স্বাভাবিকভাবেই রাজ্যের ক্ষমতা রয়েছে যদি ব্যাঙ্কের অর্থনৈতিক বিষয়ে কোনও গলদ থাকে তা খতিয়ে দেখার ।"

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শম্পা সরকার নির্দেশে জানান আদালতের অনুমতি ছাড়া কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে কোনও ধরনের অডিট করা যাবে না । কারণ রাজ্যের অর্থ দফতরের তরফ যে নোটিস অডিটের ব্যাপারে দেওয়া হয়েছে, সেখানে অডিটের কোনও কারণ উল্লেখ করা হয়নি । তবে ব্যাঙ্কের নথিপত্র সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে পারে রাজ্য সরকার । এই ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাজ্যের সঙ্গে সহযোগিতা করবে । ইতিমধ্যে গ্রাহকদের যদি কোনও অভিযোগ থাকে তা আইন অনুযায়ী সমাধান করতে বলা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

কলকাতা, 16 জুলাই : কাঁথি সমবায় ব্যাঙ্কের বিশেষ অডিটের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শম্পা সরকার আজ এই নির্দেশ দিয়েছেন । স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । খুব সম্প্রতি রাজ্য সরকার কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রথমে 12 জুন ও পরে 14 জুন এই ব্যাঙ্কের স্পেশাল অডিটের নোটিস জারি করে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় কাঁথি সমবায় ব্যাঙ্কের তরফে । বিচারপতি শম্পা সরকার সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন আপাতত বিশেষ অডিট করা যাবে না । তবে ব্যাঙ্কের নথিপত্র দেখা যাবে ।

এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রাজ্যের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি চার সপ্তাহের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

মামলার শুনানিতে ব্যাঙ্কের তরফে বর্ষীয়ান আইনজীবী জয়দীপ কর বলেন," এই ধরনের সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যের অর্থ দফতরের বা কো-অপারেটিভ সোসাইটির অ্যাডিশনাল রেজিস্টারের কোনও ক্ষমতাই নেই ব্যাঙ্কের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর । একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইলে সমবায় ব্যাঙ্কের অডিট করতে পারে । যদি কোনও গলদ হয়েই থাকে তাহলে ব্যাঙ্কিং আইনের 35 ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিষয়টি খতিয়ে দেখতে পারে । কিন্তু রাজ্য অনেকবার বেআইনিভাবে নাক গলানোর চেষ্টা করেছে । হস্তক্ষেপ করার চেষ্টা করেছে সমবায় ব্যাঙ্কের অভ্যন্তরীণ বিষয়ে ।"

তিনি আরও জানান , গত বছর 25 সেপ্টেম্বর ব্যাঙ্কের ব্যালেন্স শিট , লাভ - ক্ষতি এবং অডিটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজারকে রিপোর্ট দেওয়া হয়েছে । রাজ্যকেও তা জানানো হয়েছে । ফলে নতুন করে বিশেষ অডিটের কোনও প্রয়োজনই নেই।

অন্যদিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "সমবায় ব্যাঙ্কের ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে । এর বলেই রাজ্য এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুজনেই যৌথ ক্ষমতা প্রয়োগ করতে পারে । এই ধরনের সমবায় ব্যাঙ্কগুলির উপর ক্ষেত্রে এই দুই কর্তৃপক্ষকে পারস্পরিক সমঝোতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে । কাঁথির এই সমবায় ব্যাঙ্কটি রাজ্যের কো-অপারেটিভ সোসাইটি আইন, 2006 দ্বারা লাইসেন্সপ্রাপ্ত । স্বাভাবিকভাবেই রাজ্যের ক্ষমতা রয়েছে যদি ব্যাঙ্কের অর্থনৈতিক বিষয়ে কোনও গলদ থাকে তা খতিয়ে দেখার ।"

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শম্পা সরকার নির্দেশে জানান আদালতের অনুমতি ছাড়া কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে কোনও ধরনের অডিট করা যাবে না । কারণ রাজ্যের অর্থ দফতরের তরফ যে নোটিস অডিটের ব্যাপারে দেওয়া হয়েছে, সেখানে অডিটের কোনও কারণ উল্লেখ করা হয়নি । তবে ব্যাঙ্কের নথিপত্র সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে পারে রাজ্য সরকার । এই ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাজ্যের সঙ্গে সহযোগিতা করবে । ইতিমধ্যে গ্রাহকদের যদি কোনও অভিযোগ থাকে তা আইন অনুযায়ী সমাধান করতে বলা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.