ETV Bharat / state

Debjani Mukherjee: সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল

সারদা চিটফাণ্ড মামলায় (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee) ৷ তাঁর অভিযোগ, সিআইডি (CID) তাঁকে চাপ দিয়ে শুভেন্দু ও সুজনের নাম বলাতে চাইছে ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

calcutta-high-court-postponed-hearing-on-debjani-mukherjee-mother-case-against-cid
Debjani Mukherjee: সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের মামলার শুনানি পিছিয়ে গেল
author img

By

Published : Nov 21, 2022, 7:16 PM IST

কলকাতা, 21 নভেম্বর: সিআইডির (CID) বিরুদ্ধে সারদা চিটফাণ্ড মামলায় (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে (Debjani Mukherjee) মিথ্যা বয়ান লিখে দিতে বাধ্য করার জন্য হুমকি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল । সিবিআই (CBI) ও রাজ্য সরকারকে আগামী শুনানিতে সংক্ষিপ্ত রিপোর্ট দিয়ে জানাতে হবে তাদের অবস্থান । সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে ৷

অভিযোগ, গত সেপ্টেম্বর মাসে দমদম জেলে যান সিআইডি অফিসাররা । সুদীপ্ত সেন সাত কোটি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty) দিয়েছে, এমন বয়ান সিআইডি দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দেয় ৷ দেবযানী চিঠি লিখে তাঁর আইনজীবীকে জানান এই বক্তব্য । সিবিআই ও জাতীয় মানবাধিকার কমিশনকে অভিযোগ জানানো হয় । তারপরই দেবযানীর মা সর্বাণী মুখোপাধ্যায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন । জাতীয় মানবাধিকার কমিশনেও (NHRC) আবেদন করেন ।

সোমবার সেই মামলার শুনানি ছিল ৷ কিন্তু এদিন উপস্থিত ছিলেন না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ৷ তাই মামলার শুনানি পিছিয়ে গেল ৷ আদালত বুধবার দুপুর 2টো পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে ৷

প্রসঙ্গত, 2013 সালের গোড়ার দিকে সারদা চিটফান্ড দুর্নীতির বিষয় সামনে আসে ৷ সেই সময় থেকেই এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ জমা পড়তে শুরু করে ৷ কলকাতা থেকে পালিয়ে যান সারদা কর্ণধার সুদীপ্ত সেন (Sudipta Sen) ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ৷ দেবযানী ওই সংস্থার কর্মী ছিলেন ৷ পরে তাঁদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় ৷

আদালতের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই ৷ সেই তদন্ত এখনও চলছে ৷ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে এই মামলায় ৷ বেশ কয়েকজন গ্রেফতার হন ৷ পরে আবার জামিনে ছাড়া পেয়ে যান ৷ সুদীপ্ত ও দেবযানী অবশ্য এখনও জেলেই রয়েছেন ৷

এর আগে সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে জোর করে টাকা আদায় করার অভিযোগ তুলেছিলেন ৷ জেল থেকে চিঠি লিখেছিলেন ৷ কিন্তু সেই সময় শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন ৷ ফলে পুরো ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে বিজেপি ৷ পরে দেবযানী সিআইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করায়, এই নিয়ে ফের সরব হয় গেরুয়া শিবির ৷

আরও পড়ুন: 'শুভেন্দু-সুজনের নামে অভিযোগের চাপ সিআইডির', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

কলকাতা, 21 নভেম্বর: সিআইডির (CID) বিরুদ্ধে সারদা চিটফাণ্ড মামলায় (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে (Debjani Mukherjee) মিথ্যা বয়ান লিখে দিতে বাধ্য করার জন্য হুমকি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল । সিবিআই (CBI) ও রাজ্য সরকারকে আগামী শুনানিতে সংক্ষিপ্ত রিপোর্ট দিয়ে জানাতে হবে তাদের অবস্থান । সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে ৷

অভিযোগ, গত সেপ্টেম্বর মাসে দমদম জেলে যান সিআইডি অফিসাররা । সুদীপ্ত সেন সাত কোটি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty) দিয়েছে, এমন বয়ান সিআইডি দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দেয় ৷ দেবযানী চিঠি লিখে তাঁর আইনজীবীকে জানান এই বক্তব্য । সিবিআই ও জাতীয় মানবাধিকার কমিশনকে অভিযোগ জানানো হয় । তারপরই দেবযানীর মা সর্বাণী মুখোপাধ্যায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন । জাতীয় মানবাধিকার কমিশনেও (NHRC) আবেদন করেন ।

সোমবার সেই মামলার শুনানি ছিল ৷ কিন্তু এদিন উপস্থিত ছিলেন না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ৷ তাই মামলার শুনানি পিছিয়ে গেল ৷ আদালত বুধবার দুপুর 2টো পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছে ৷

প্রসঙ্গত, 2013 সালের গোড়ার দিকে সারদা চিটফান্ড দুর্নীতির বিষয় সামনে আসে ৷ সেই সময় থেকেই এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ জমা পড়তে শুরু করে ৷ কলকাতা থেকে পালিয়ে যান সারদা কর্ণধার সুদীপ্ত সেন (Sudipta Sen) ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ৷ দেবযানী ওই সংস্থার কর্মী ছিলেন ৷ পরে তাঁদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় ৷

আদালতের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই ৷ সেই তদন্ত এখনও চলছে ৷ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে এই মামলায় ৷ বেশ কয়েকজন গ্রেফতার হন ৷ পরে আবার জামিনে ছাড়া পেয়ে যান ৷ সুদীপ্ত ও দেবযানী অবশ্য এখনও জেলেই রয়েছেন ৷

এর আগে সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে জোর করে টাকা আদায় করার অভিযোগ তুলেছিলেন ৷ জেল থেকে চিঠি লিখেছিলেন ৷ কিন্তু সেই সময় শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন ৷ ফলে পুরো ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে বিজেপি ৷ পরে দেবযানী সিআইডির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করায়, এই নিয়ে ফের সরব হয় গেরুয়া শিবির ৷

আরও পড়ুন: 'শুভেন্দু-সুজনের নামে অভিযোগের চাপ সিআইডির', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.