কলকাতা, 20 মে : স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় আচার্য সদনে আপাতত আর সিআরপিএফ মোতায়েন রাখার দরকার নেই (Order to withdraw CRPF)। আধিকারিকদের ঢোকা এবং বেরনোতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে । শুধুমাত্র পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ডাটা রুমের বাইরেই সিআরপিএফ মোতায়েন থাকবে । 10 জুন ফের শুনানি । নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।
এদিন রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানান, যাঁদের অভিযোগ আছে, তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু সুরাহার জন্য রাজ্য নতুন 5261টি পদ তৈরি করেছে । বিশেষ করে যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন ৷ এদিন রাজ্য সরকার 5261টি নতুন পদ সৃষ্টি করে বিজ্ঞপ্তি জারি করেছে, যাঁদের অভিযোগ রয়েছে তাঁদের চাকরি দেওয়ার জন্য ।
আরও পড়ুন : সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে হাইকোর্টের কোনও বেঞ্চেই সুরক্ষা পেলেন না পার্থ
এই ব্যাপারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফ বক্তব্য, নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা বেশ বিভ্রান্তিকর বলে মনে হয়েছে হাইকোর্টের । কোনও সৎ উদ্দেশ্য আছে বলে মনে হয়নি আদালতের । পাশাপাশি তিনি জানিয়েছেন, এটা মনভোলানো চেষ্টা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ।
এদিন নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে কোনও দলের হিসাবে যুক্ত করার বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী । সিবিআইয়ের বক্তব্য, কোনও অভিযুক্তকে পক্ষভুক্ত করা মানে তদন্ত প্রভাবিত হতে পারে । যদিও আদালত সেই যুক্তি গ্রহণ করেনি ।