ETV Bharat / state

HC on Rampurhat Massacre: রামপুরহাট কাণ্ডে রাজ্যকে আগামিকালের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের - রামপুরহাট কাণ্ডে হাইকোর্টের নির্দেশ

রামপুরহাট কাণ্ডে (Rampurhat Massacre latest news) রাজ্য সরকারকে আগামিকালের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC on Rampurhat Massacre) ৷

Calcutta High Court orders to submit report on Rampurhat Massacre by tomorrow
রামপুরহাট কাণ্ডে রাজ্যকে আগামিকালের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Mar 23, 2022, 4:23 PM IST

Updated : Mar 23, 2022, 9:45 PM IST

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটের ঘটনায় রাজ্য সরকারকে আগামিকাল 2টোর মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC on Rampurhat Massacre)। পাশাপাশি আরও বেশ কিছু নির্দেশিকা দিয়েছে আদালত (Calcutta High Court on Rampurhat Massacre) ৷ আদালত বলেছে, একজন জেলা জাজের উপস্থিতিতে রাজ্য সরকারকে অবিলম্বে রামপুরহাটের (Rampurhat Massacre latest news) ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে ৷ জেলা জাজ হতে হবে অন্য কোনও জেলার । বগটুই গ্রামে প্রতিনিয়ত কী হচ্ছে, সেই রেকর্ড রাখতে হবে ।

আরও পড়ুন: Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডের জের, সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল

সিএফএসফল দিল্লিকে যত দ্রুত সম্ভব ফরেনসিক টেস্টের জন্য নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে । হাইকোর্ট আরও বলেছে, ডিজি এবং আইজিপি ও জেলা বিচারক পূর্ব বর্ধমান প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে (Calcutta High Court orders to submit report on Rampurhat Massacre) ।

রাজ্যকে আগামিকালের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন: Mamata to Visit Bagtui : দোষীরা শাস্তি পাবেই, বগটুই যাওয়ার ঘোষণার পর বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের তরফে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা । সাক্ষীদের নিরাপত্তার কথা বলা হয়েছে । পাশাপাশি রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরি অন্যতম পুরনো একটি ল্যাবরেটরি । ইতিমধ্যেই এই ঘটনার সমস্ত নথিপত্র সংগ্রহ করে সেখানে রাখা হয়েছে । আরও সংগ্রহের কাজ চলছে । রাজ্যকে রিপোর্ট দেওয়ার সুযোগ দেওয়া হোক । এই ঘটনার তদন্তে সন্তুষ্ট না হলে আদালত সিবিআই বা অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর কথা ভাবতে পারে । কিন্তু রাজ্য এই ঘটনার তদন্ত করতে সমর্থ । নথিপত্র অত্যন্ত সুরক্ষিতভাবে আছে । এলাকার মানুষের আত্মবিশ্বাস ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে ।আদালত যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী রাজ্য চলবে । রিপোর্টটা আসার সময় দেওয়া হোক ।’’

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটের ঘটনায় রাজ্য সরকারকে আগামিকাল 2টোর মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC on Rampurhat Massacre)। পাশাপাশি আরও বেশ কিছু নির্দেশিকা দিয়েছে আদালত (Calcutta High Court on Rampurhat Massacre) ৷ আদালত বলেছে, একজন জেলা জাজের উপস্থিতিতে রাজ্য সরকারকে অবিলম্বে রামপুরহাটের (Rampurhat Massacre latest news) ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে ৷ জেলা জাজ হতে হবে অন্য কোনও জেলার । বগটুই গ্রামে প্রতিনিয়ত কী হচ্ছে, সেই রেকর্ড রাখতে হবে ।

আরও পড়ুন: Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডের জের, সফর কাটছাঁট করে কলকাতা ফিরলেন রাজ্যপাল

সিএফএসফল দিল্লিকে যত দ্রুত সম্ভব ফরেনসিক টেস্টের জন্য নমুনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে । হাইকোর্ট আরও বলেছে, ডিজি এবং আইজিপি ও জেলা বিচারক পূর্ব বর্ধমান প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে (Calcutta High Court orders to submit report on Rampurhat Massacre) ।

রাজ্যকে আগামিকালের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন: Mamata to Visit Bagtui : দোষীরা শাস্তি পাবেই, বগটুই যাওয়ার ঘোষণার পর বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের তরফে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা । সাক্ষীদের নিরাপত্তার কথা বলা হয়েছে । পাশাপাশি রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরি অন্যতম পুরনো একটি ল্যাবরেটরি । ইতিমধ্যেই এই ঘটনার সমস্ত নথিপত্র সংগ্রহ করে সেখানে রাখা হয়েছে । আরও সংগ্রহের কাজ চলছে । রাজ্যকে রিপোর্ট দেওয়ার সুযোগ দেওয়া হোক । এই ঘটনার তদন্তে সন্তুষ্ট না হলে আদালত সিবিআই বা অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর কথা ভাবতে পারে । কিন্তু রাজ্য এই ঘটনার তদন্ত করতে সমর্থ । নথিপত্র অত্যন্ত সুরক্ষিতভাবে আছে । এলাকার মানুষের আত্মবিশ্বাস ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে ।আদালত যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী রাজ্য চলবে । রিপোর্টটা আসার সময় দেওয়া হোক ।’’

Last Updated : Mar 23, 2022, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.