ETV Bharat / state

Kaliaganj Case in HC: কালিয়াগঞ্জে মৃত যুবকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট পরিবারকে দেওয়ার নির্দেশ হাইকোর্টের - মৃত্যুঞ্জয় বর্মন

কালিয়াগঞ্জে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট তাঁর পরিবারকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Kaliaganj Case in HC
Kaliaganj Case in HC
author img

By

Published : May 13, 2023, 10:50 AM IST

কলকাতা, 13 মে: কালিয়াগঞ্জ কাণ্ডের পরে গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট, এফআইআর-এর কপি, ভিসেরা রিপোর্ট-সহ যাবতীয় নথি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই মামলায় রাজ্য মানবাধিকার কমিশনের ও জখম পুলিশ অফিসারের স্ত্রীর যুক্ত হওয়ার আবেদন আগামী শুনানিতে বিবেচনা করবে আদালত । বিচারপতি রাজাশেখর মান্থা মঙ্গলবার এই মামলা শুনবেন ।

তবে কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে এই ঘটনার যোগ আছে, নাকি মৃত্যুঞ্জয় বর্মনের নিহত হওয়ার ঘটনা একটি পৃথক বিষয় - এই সংক্রান্ত বিষয় মামলার আগামী শুনানিতে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন বিচারপতি ।

কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ না দিলেও 3 মে ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । সিআইডিকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি । প্রাথমিক ভাবে পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার আদালতে কার্যত স্বীকার করে নিয়েছে । বলা হয়, পুলিশ নিজের প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল, আর সেই গুলি লেগে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মনের । তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ বলে আদালত এখনও কোনও সিদ্ধান্তে এসে পৌঁছয়নি ।

উল্লেখ্য, উত্তপ্ত কালিয়াঞ্জের চাঁদগাঁ গ্রামে ফিরে বেঘোরে রাইফেলের গুলিতে প্রাণ হারান মৃত্যুঞ্জয় বর্মন । এর সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার । কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে 33 বছর বয়সি মৃত্যুঞ্জয় বর্মনের হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে গত শনিবার বঙ্গ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷ তার আগের দিন অর্থাৎ শুক্রবার এই ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছিল বিজেপি ৷ সেই বনধে মিশ্র সাড়া পড়ে ৷

আরও পড়ুন: এখনও ঘরছাড়া কালিয়াগঞ্জের মৃত যুবকের পরিবার, দিন কাটছে আতঙ্কে

কলকাতা, 13 মে: কালিয়াগঞ্জ কাণ্ডের পরে গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট, এফআইআর-এর কপি, ভিসেরা রিপোর্ট-সহ যাবতীয় নথি তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই মামলায় রাজ্য মানবাধিকার কমিশনের ও জখম পুলিশ অফিসারের স্ত্রীর যুক্ত হওয়ার আবেদন আগামী শুনানিতে বিবেচনা করবে আদালত । বিচারপতি রাজাশেখর মান্থা মঙ্গলবার এই মামলা শুনবেন ।

তবে কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে এই ঘটনার যোগ আছে, নাকি মৃত্যুঞ্জয় বর্মনের নিহত হওয়ার ঘটনা একটি পৃথক বিষয় - এই সংক্রান্ত বিষয় মামলার আগামী শুনানিতে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন বিচারপতি ।

কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ না দিলেও 3 মে ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । সিআইডিকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি । প্রাথমিক ভাবে পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার আদালতে কার্যত স্বীকার করে নিয়েছে । বলা হয়, পুলিশ নিজের প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল, আর সেই গুলি লেগে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মনের । তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ বলে আদালত এখনও কোনও সিদ্ধান্তে এসে পৌঁছয়নি ।

উল্লেখ্য, উত্তপ্ত কালিয়াঞ্জের চাঁদগাঁ গ্রামে ফিরে বেঘোরে রাইফেলের গুলিতে প্রাণ হারান মৃত্যুঞ্জয় বর্মন । এর সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার । কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে 33 বছর বয়সি মৃত্যুঞ্জয় বর্মনের হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে গত শনিবার বঙ্গ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৷ তার আগের দিন অর্থাৎ শুক্রবার এই ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছিল বিজেপি ৷ সেই বনধে মিশ্র সাড়া পড়ে ৷

আরও পড়ুন: এখনও ঘরছাড়া কালিয়াগঞ্জের মৃত যুবকের পরিবার, দিন কাটছে আতঙ্কে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.