কলকাতা, 15 ডিসেম্বর: এসএসকেএমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে আগামিকাল শনিবারই সিসিটিভি ক্যামেরা খুলে ফেলতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পরিবর্তে দু’জন সিআরপিএফ কমানড্যান্টকে সেখানে মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত ৷ শুক্রবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷
তাঁর নির্দেশ, কলকাতা অঞ্চলে কাজ করেন এমন দু’জন সিআইআরএফ কমানড্যান্ট প্রহরায় বসাতে হবে জ্য়োতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে ৷ তাঁরাই নজর রাখবেন সেখানকার পরিস্থিতি ৷ কোনও কিছু সন্দেহজনক মনে হলে তাঁরা যোগাযোগ করবেন ইডি-র আধিকারিকদের সঙ্গে ৷ এর জন্য সংশ্লিষ্ট ইডি আধিকারিকদের ফোন নম্বর তাঁদের কাছে দিয়ে রাখতে হবে ৷ আগামিকাল থেকেই এই ব্যবস্থা যাতে চালু হয়, তা দেখার জন্য দায়িত্ব আদালত ইডির অ্যাসিস্ট্য়ান্ট ডিরেক্টরকে দিয়েছে ৷
এ দিন আদালতে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘‘সিসিটিভি নিয়ে আমাদের কোনও বাধ্যবাধকতা নেই । তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ও কারা আসছে না আসছে, সেই ব্যাপারে রেজিস্টার মেনে চললেই হবে । এবং সেটা ইডির তদন্তকারী অফিসারদের জানালেই হবে ।’’
উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে তাঁর কেবিনে সিসিটিভির নজরদারির ফলে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হচ্ছে, এই অভিযোগ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা করেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেই বিষয়ে বিকল্প ব্যবস্থা কী করা যেতে পারে, ইডির কাছে গতকাল জানতে চেয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।
গতকাল আদালতে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছিলেন, জেল কোড অনুয়ায়ী তাঁর উপর নজরদারি রয়েছে । মন্ত্রী একজন অভিযুক্ত । এখন রয়েছেন হাসপাতালে । তাঁর উপর নজরদারি না থাকলে নথি বিকৃত করতে পারেন । হাসপাতালের উপর ইডির বিশ্বাস নেই । নিম্ন আদালতের নির্দেশ অনুয়ায়ী, তাঁর উপর সিসিটিভি নজরদারি রয়েছে ।
তখন বিচারপতি ঘোষ প্রস্তাব দিয়েছিলেন, ইডি চাইলে সিসিটিভি লাগানোর পরিবর্তে সিআইএসএফ বা অন্য কোনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে, যাতে সন্দেহজনক ব্যক্তিরা প্রবেশ করতে না পারে ।
আরও পড়ুন: