ETV Bharat / state

HC on Municipalities Recruitment: হুগলির বিভিন্ন পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা দায়েরের নির্দেশ হাইকোর্টের - হুগলির বিভিন্ন পৌরসভায় নিয়োগে দুর্নীতি

হুগলি জেলার বিভিন্ন পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে এ বার মামলা দায়ের করার নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ ৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 17, 2023, 5:25 PM IST

কলকাতা, 17 এপ্রিল: হুগলি জেলার বিভিন্ন পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ । উত্তরপাড়ার পাশাপাশি ভদ্রেশ্বর ও রিষড়া পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে নতুন মামলা দায়ের করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।

আদালতের নির্দেশে ইতিমধ্যেই উত্তরপাড়া সংক্রান্ত মামলায় সিবিআই ও ইডিকে যুক্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী । পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা করার আবেদন জানিয়েছে কর্মী সংগঠন ৷ মামলাকারীর আবেদন, সিবিআই অথবা ইডিকে দেওয়া হোক তদন্তের ভার । পাশাপাশি সমস্ত নিয়োগ খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি ।

হুগলি জেলার সমস্ত পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর অভিযোগ, উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের মদতে নিয়োগ করা হয়েছে পৌরসভায় । হুগলি জেলায় সমস্ত পৌরসভায় প্রায় 7500টি নিয়োগ হয়েছে বেআইনি ভাবে । শুধু
উত্তরপাড়া পৌরসভায় বেআইনি ভাবে নিয়োগের সংখ্যা প্রায় 150 বলে অভিযোগ করা হয়েছে । শীঘ্রই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে ।

উল্লেখ্য, রাজ্যের প্রায় অর্ধশত পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন হুগলিরই প্রোমোটার অয়ন শীল । বিভিন্ন পৌরসভায় নিয়োগের জন্য যে ওএমআর শিট তৈরি করা হত, তার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা । কয়েকশো চাকরি প্রার্থীর থেকে লক্ষ লক্ষ টাকা তুলে পৌরসভায় চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । তাঁর প্রায় 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে করতেই অয়ন শীলের হদিশ পায় ইডি । ব্যাঙ্কশাল আদালতে তাদের বক্তব্য ছিল তারা "সোনার খনির" সন্ধান পেয়েছে । আপাতত হুগলি জেলাজুড়ে নিয়োগে দুর্নীতি নিয়ে হাইকোর্ট সিবিআইকেই তদন্তের নির্দেশ দেয় কি না তা লক্ষ্যণীয় ।

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতিতেও সামিল অয়ন ! বাড়ি থেকে উদ্ধার একাধিক নথি

কলকাতা, 17 এপ্রিল: হুগলি জেলার বিভিন্ন পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ । উত্তরপাড়ার পাশাপাশি ভদ্রেশ্বর ও রিষড়া পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে নতুন মামলা দায়ের করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।

আদালতের নির্দেশে ইতিমধ্যেই উত্তরপাড়া সংক্রান্ত মামলায় সিবিআই ও ইডিকে যুক্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী । পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা করার আবেদন জানিয়েছে কর্মী সংগঠন ৷ মামলাকারীর আবেদন, সিবিআই অথবা ইডিকে দেওয়া হোক তদন্তের ভার । পাশাপাশি সমস্ত নিয়োগ খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি ।

হুগলি জেলার সমস্ত পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর অভিযোগ, উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের মদতে নিয়োগ করা হয়েছে পৌরসভায় । হুগলি জেলায় সমস্ত পৌরসভায় প্রায় 7500টি নিয়োগ হয়েছে বেআইনি ভাবে । শুধু
উত্তরপাড়া পৌরসভায় বেআইনি ভাবে নিয়োগের সংখ্যা প্রায় 150 বলে অভিযোগ করা হয়েছে । শীঘ্রই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে ।

উল্লেখ্য, রাজ্যের প্রায় অর্ধশত পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন হুগলিরই প্রোমোটার অয়ন শীল । বিভিন্ন পৌরসভায় নিয়োগের জন্য যে ওএমআর শিট তৈরি করা হত, তার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা । কয়েকশো চাকরি প্রার্থীর থেকে লক্ষ লক্ষ টাকা তুলে পৌরসভায় চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । তাঁর প্রায় 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি ।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে করতেই অয়ন শীলের হদিশ পায় ইডি । ব্যাঙ্কশাল আদালতে তাদের বক্তব্য ছিল তারা "সোনার খনির" সন্ধান পেয়েছে । আপাতত হুগলি জেলাজুড়ে নিয়োগে দুর্নীতি নিয়ে হাইকোর্ট সিবিআইকেই তদন্তের নির্দেশ দেয় কি না তা লক্ষ্যণীয় ।

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতিতেও সামিল অয়ন ! বাড়ি থেকে উদ্ধার একাধিক নথি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.