ETV Bharat / state

Security for Kurmi Candidates: পঞ্চায়েত নির্বাচনে 28 কুড়মি প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচনে 28 জন কুড়মি প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিল হাইকোর্ট ৷ বিচারপতি বলেছেন, 15 জুলাই পর্যন্ত কুড়মি প্রার্থীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না ৷

Security for Kurmi Candidates
Security for Kurmi Candidates
author img

By

Published : Jun 30, 2023, 4:23 PM IST

কলকাতা, 30 জুন: পঞ্চায়েত নির্বাচনে 28 জন কুড়মি প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । 15 জুলাই পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা ।

সম্প্রতি কুড়মিরা রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কারণে বিক্ষোভে শামিল হয়েছে । সেরকমই একটি বিক্ষোভ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সামনে করায়, বাঁকুড়ার খাতরা ও সিমলিপাল থানায় দুটি মামলা দায়ের করা হয় । সেই মামলায় অভিযুক্তরা পঞ্চায়েত নির্বাচনে কুড়মি প্রার্থীদের প্রচারে অংশ নিচ্ছেন । খড়গপুর থানাতেও একই রকম মামলা রয়েছে । তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাতে না করা হয়, সেই আবেদন জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুড়মিরা ।

সেই মামলায় বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে, 28 জন মামলাকারীর বিরুদ্ধে 15 জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না । তাঁরা তাঁদের বাড়ির ঠিকানা, এই কয়েকদিন যেখানে তাঁরা থাকবেন সেখানকার ঠিকানা ও তাঁদের মোবাইল নম্বর স্থানীয় থানায় জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: নয়া সমীকরণ! পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা কুড়মিদের

অন্যদিকে, মুর্শিদাবাদের কংগ্রেস জেলা সভাপতি আমিনুল হাসানের বিরুদ্ধে ইসলামপুর থানায় দুটো মামলা আছে । সেই মামলা-সহ অন্য কোনও নতুন মামলায় 15 জুলাই পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা । অন্য আর একটি মামলায় মালদার কংগ্রেস প্রার্থী আজাদ আলিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ বলা হয়েছে, তাঁর বিরুদ্ধেও 15 জুলাই পর্যন্ত কোনও এফআইআর করা যাবে না ।

পাশাপাশি মহম্বত আলি, যিনি এলাকায় দুস্কৃতী বলে পরিচিত, তাঁর স্ত্রী সেরিনা বিবি, যাঁর বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে, তাঁদের নিয়েও হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে । তাঁদের বিরুদ্ধে সিএজি তদন্ত চলছে বর্তমানে । অভিযোগ, মহব্বত আলি এলাকায় ঢুকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করছেন । বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঢুকলে তাঁর ব্যাপারে সমস্ত খোঁজখবর যেন পুলিশ রাখে ।

কলকাতা, 30 জুন: পঞ্চায়েত নির্বাচনে 28 জন কুড়মি প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । 15 জুলাই পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা ।

সম্প্রতি কুড়মিরা রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কারণে বিক্ষোভে শামিল হয়েছে । সেরকমই একটি বিক্ষোভ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সামনে করায়, বাঁকুড়ার খাতরা ও সিমলিপাল থানায় দুটি মামলা দায়ের করা হয় । সেই মামলায় অভিযুক্তরা পঞ্চায়েত নির্বাচনে কুড়মি প্রার্থীদের প্রচারে অংশ নিচ্ছেন । খড়গপুর থানাতেও একই রকম মামলা রয়েছে । তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাতে না করা হয়, সেই আবেদন জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুড়মিরা ।

সেই মামলায় বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে, 28 জন মামলাকারীর বিরুদ্ধে 15 জুলাই পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না । তাঁরা তাঁদের বাড়ির ঠিকানা, এই কয়েকদিন যেখানে তাঁরা থাকবেন সেখানকার ঠিকানা ও তাঁদের মোবাইল নম্বর স্থানীয় থানায় জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: নয়া সমীকরণ! পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা কুড়মিদের

অন্যদিকে, মুর্শিদাবাদের কংগ্রেস জেলা সভাপতি আমিনুল হাসানের বিরুদ্ধে ইসলামপুর থানায় দুটো মামলা আছে । সেই মামলা-সহ অন্য কোনও নতুন মামলায় 15 জুলাই পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা । অন্য আর একটি মামলায় মালদার কংগ্রেস প্রার্থী আজাদ আলিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ বলা হয়েছে, তাঁর বিরুদ্ধেও 15 জুলাই পর্যন্ত কোনও এফআইআর করা যাবে না ।

পাশাপাশি মহম্বত আলি, যিনি এলাকায় দুস্কৃতী বলে পরিচিত, তাঁর স্ত্রী সেরিনা বিবি, যাঁর বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে, তাঁদের নিয়েও হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে । তাঁদের বিরুদ্ধে সিএজি তদন্ত চলছে বর্তমানে । অভিযোগ, মহব্বত আলি এলাকায় ঢুকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করছেন । বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঢুকলে তাঁর ব্যাপারে সমস্ত খোঁজখবর যেন পুলিশ রাখে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.