কলকাতা, 18 অক্টোবর: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে আজ, বুধবার সন্ধ্যা 6টার সময় নিজাম প্যালেসে হাজির হতে নির্দেশ হাইকোর্টের । এ দিনই সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে । এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, সিবিআই রিপোর্ট থেকে স্পষ্ট এস বসু রায় অ্যান্ড কোম্পানি ওএমআর সিট ডিজাইন করেছিল এমন ভাবে, যাতে প্রার্থীর নাম রোল নম্বর সমস্ত কিছু স্পষ্ট বোঝা না যায় । আদালত প্রচুর মামলার শুনানির পরিপ্রেক্ষিতে এটা বুঝেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু নতুন প্রিন্ট করা কপিকে ডিজিটাইজ ডেটা হিসাবে চালাতে চাইছে ।
বিচারপতি আরও জানান, সিবিআইয়ের রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন । শুধু তাই নয়, বর্তমান বোর্ড মেম্বাররাও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে পরেও দায়িত্ব দিয়েছে । সেই জন্যই তাঁদের জিজ্ঞসাবাদের প্রয়োজন বলে উল্লেখ বিচারপতির ।
সেই জন্য আদালতের মনে হচ্ছে সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল ও সচিব পার্থ কর্মকারকেও আজ থেকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করুক । তাই বোর্ডর বর্তমান সভাপতিকে নিজাম প্যালেসে আজ সন্ধ্যা 6টার সময় হাজির হতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই যদি মনে করে সচিবকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে পরে তাঁকে ও বোর্ডের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে । যদি তাঁরা সহযোগিতা না করেন, তাহলে সিবিআইকে পূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা যাবে ।
দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট বা বিশেষ তদন্তকারী দলে স্নেহাশু বিশ্বাস নামে এক অভিজ্ঞ অফিসারকে যুক্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । ওই আধিকারিক বর্তমানে দিল্লিতে কর্মরত । সিবিআই অধিকর্তাকে ওই অফিসারকে এসিবি কলকাতায় 20 অক্টোবরের মধ্যে বদলি করে আনতে নির্দেশ আদালতের । এই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে এখন থেকে সরানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
আদালতের আরও নির্দেশ, সিবিআই-কে পুজোর ছুটির পরে এতদিন ধরে নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতির সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে । 29 নভেম্বর পরবর্তী শুনানি ।
এদিকে আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্য়ায় ও সুদীপ্ত দাশগুপ্ত আদালতে জানান, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে । ওএমআর সিট বিতর্কে সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ স্থগিত চাওয়া হয়েছে ওই আবেদনে । ইতিমধ্যে মানিক ভট্টাচার্য ওই মামলায় এসএলপি ফাইল করেছেন । এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে এই মামলা দ্রুত শুনানির আবেদন করা হলে শীর্ষ আদালত তা খারিজ করে দেয় । ফলে দ্রুত শুনানি ও সিঙ্গল বেঞ্চের নির্দেশ স্থগিতের আবেদন গৃহীত হয়নি ।
হাইকোর্ট মনে করেছে, এই মামলায় এই বেঞ্চ থেকে শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কোনও নির্দেশ দেওয়া হয়নি । তারপরেও পর্ষদের এই আবেদন করায় পিছনে বলা হয়েছে সিঙ্গল বেঞ্চ কড়া নির্দেশ দিয়েছে । যেকোনও ব্যক্তি প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করতেই পরে । কিন্তু এখানে পর্ষদের এই আবেদন আসলে মামলার গতিরোধ করার চেষ্টা বলে মনে করছে আদালত ।
আরও পড়ুন: কুন্তল ঘোষের অভিযোগ শুনতে হবে, বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ ডিভিশন বেঞ্চের