ETV Bharat / state

সন্দেশখালি কাণ্ডে সোমবার পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: সন্দেশখালির ঘটনায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি ৷ সেই মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ ওই মামলায় সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ৷ সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 2:14 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: সন্দেশখালির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ৷

সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে উত্তর 24 পরগনার ন্যাজাট থানায় একটি এফআইআর হয় ৷ সেই এফআইআর-এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পক্ষ থেকে ৷ এ দিন সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে ৷ সেখানে ইডির তরফে জানানো হয় যে সন্দেশখালির ঘটনায় চারটে এফআইআর হয়েছে ৷ তার মধ্যে একটি ইডির আধিকারিকদের বিরুদ্ধে করা হয়েছে । মিডিয়ার সামনে ইডির অফিসারদের মারধর করা হয় ।

তার পরই বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় মৌখিক নির্দেশ দেন ৷ তিনি জানান, সোমবার পর্যন্ত ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না ৷ সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও বিচারপতি জানিয়েছেন ।

এ দিনে সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজের আবেদন জানিয়ে আরও একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলাটিও ইডির পক্ষ থেকে দায়ের করা হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সেই মামলার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷

উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে গত শুক্রবার তল্লাশি অভিযানে যায় ইডি ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সেখানে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ কয়েকজনকে হাসপাতালেও ভরতি করতে হয় ৷ এই ঘটনা নিয়ে ইডির তরফে রাজ্য পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয় ৷

অন্যদিকে শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর ৷ সেই এফআইআর নিয়েই আগামী সোমবার পর্যন্ত পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে এ দিন জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
  2. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
  3. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির

কলকাতা, 11 জানুয়ারি: সন্দেশখালির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ৷

সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে উত্তর 24 পরগনার ন্যাজাট থানায় একটি এফআইআর হয় ৷ সেই এফআইআর-এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পক্ষ থেকে ৷ এ দিন সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে ৷ সেখানে ইডির তরফে জানানো হয় যে সন্দেশখালির ঘটনায় চারটে এফআইআর হয়েছে ৷ তার মধ্যে একটি ইডির আধিকারিকদের বিরুদ্ধে করা হয়েছে । মিডিয়ার সামনে ইডির অফিসারদের মারধর করা হয় ।

তার পরই বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় মৌখিক নির্দেশ দেন ৷ তিনি জানান, সোমবার পর্যন্ত ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না ৷ সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও বিচারপতি জানিয়েছেন ।

এ দিনে সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তা খারিজের আবেদন জানিয়ে আরও একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলাটিও ইডির পক্ষ থেকে দায়ের করা হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সেই মামলার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷

উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে গত শুক্রবার তল্লাশি অভিযানে যায় ইডি ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সেখানে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ কয়েকজনকে হাসপাতালেও ভরতি করতে হয় ৷ এই ঘটনা নিয়ে ইডির তরফে রাজ্য পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয় ৷

অন্যদিকে শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর ৷ সেই এফআইআর নিয়েই আগামী সোমবার পর্যন্ত পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে এ দিন জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
  2. সন্দেশখালি কাণ্ডে এবার ইডির বিরুদ্ধেই এফআইআর পুলিশের
  3. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.