কলকাতা, 2 নভেম্বর: জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সংক্রান্ত মামলায় কমান্ড হাসপাতালের আবেদনে এখনই সাড়া দিল না কলকাতা হাইকোর্ট । ইডির বক্তব্য জানার পরেই বিবেচনা করা হবে বলে জানালেন হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতি মধুরেশ প্রসাদ । আগামী 8 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।
এ দিন আদালতে কমান্ড হাসপাতালের আইনজীবী জানান, ওই হাসপাতালে সেনা, নৌ-সেনা এবং বায়ুসেনা-সহ সামরিক বাহিনীর লোকজন ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়া হয় । সেখানে বাইরের কাউকে চিকিৎসা করাতে সমস্যা রয়েছে । এর আগেও একাধিকবার ইডি ওই হাসপাতালে বাইরের অনেক ধৃতকে (রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে) চিকিৎসা করাতে নিয়ে গিয়েছে । আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হোক ।
ইডির আইনজীবী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা একে অপরের বিরুদ্ধে হাসপাতালে আসতে পারে না । এর নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে । আমাদের সঙ্গে কমান্ডের কোনও ব্যক্তিগত সমস্যা নেই । আমরা দুই সংস্থাই দেশের জন্য কাজ করি ।মামলাকারীর আবেদনে সাড়া না দিয়ে, সময় দেওয়া হোক । উচ্চতর কতৃপক্ষের বক্তব্য জানাতে সময় দেওয়া হোক ।’’
অন্যদিকে কমান্ড হাসপাতালের তরফে জানানো হয়, অর্ন্তবর্তী নির্দেশ দিক আদালত । যাতে বাইরের আর কাউকে বা জ্যোতিপ্রিয় মল্লিককেও ওখানে চিকিৎসার জন্য না পাঠানো হয় । কিন্তু বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না । ফলে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতালে চিকিৎসা করতে কোনও বাধা থাকল না ।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র চিকিৎসার দায়িত্ব নিতে না চেয়ে হাইকোর্টে কমান্ড হাসপাতাল
উল্লেখ্য, রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ হেফাজতে থাকাকালীন ইডি প্রয়োজনে তাঁকে কমান্ড হাসপাতালে চিকিৎসা করাতে পারবে বলে গত শুক্রবার নির্দেশ দেন নগর দায়রা আদালতের বিচারক ৷ যদিও আদালত কক্ষেই মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে ছুটি পাওয়ার পর জ্যোতিপ্রিয় এখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে রয়েছেন ৷
কিন্তু কমান্ড হাসপাতাল আদালতে গিয়ে জ্য়োতিপ্রিয়র চিকিৎসা করানো থেকে অব্য়াহতি চায় ৷ সেই আবেদন নিম্ন আদালত খারিজ করে দেয় ৷ এর পর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ যদিও তার আগেই বুধবার ইডি জ্যোতিপ্রিয়কে কমান্ডে নিয়ে যায় ৷ সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জ্যোতিপ্রিয়র চিকিৎসা থেকে সেনার ওই হাসপাতালকে রেহাই দিল না ৷ আগামী 8 নভেম্বর পরবর্তী শুনানি ৷ ফলে এর আগে ইডি চাইলে আরও এক বা একাধিকবার জ্যোতিপ্রিয়কে সেখানে নিয়ে যেতে পারে ৷ এখন দেখার ইডির বক্তব্য শোনার পর আদালত কী নির্দেশ দেয় ৷
আরও পড়ুন: রেশন দুর্নীতির টাকায় সিনেমা-তথ্যচিত্র তৈরি সরকারি আধিকারিকদের ! খতিয়ে দেখছে ইডি