কলকাতা, 22 ডিসেম্বর: কয়লা পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়কে আগামী 21 জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না, এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার বিচারপতি রাজাশেখর মানথা এই নির্দেশ দিয়েছেন ।
কয়লা কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায় । সেই মামলাতেই হাইকোর্টের এই নির্দেশ (calcutta high court orders on coal scam) । তবে আদালত জানিয়েছে, ভার্চুয়ালি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ।
আরও পড়ুন : Coal Scam Investigation: বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা জানতে এসএসকেএম-সহ তিন হাসপাতালকে চিঠি সিবিআই'য়ের
এর আগে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি ।