ETV Bharat / state

Lalan Death Case: লালন-মৃত্যুতে 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে বিভাগীয় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বগটুই কাণ্ডের (Bogtui Massacre) প্রধান অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর (Lalan Death Case) ঘটনায় 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে (CBI) বিভাগীয় তদন্ত রিপোর্ট জমা দিতে হবে ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ওই রিপোর্ট জমা দিতে হবে ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ ৷ আগামী 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ৷

calcutta-high-court-orders-cbi-to-submit-of-departmental-inquiry-by-december-19
Lalan Death Case: লালন-মৃত্যুতে 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে বিভাগীয় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Dec 15, 2022, 3:49 PM IST

Updated : Dec 15, 2022, 4:01 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: লালন শেখের রহস্যমৃত্যুর (Lalan Death Case) ঘটনায় 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে (CBI) বিভাগীয় তদন্ত রিপোর্ট আদালতে জমা করার আদেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

এদিন লালন শেখের পরিবারের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘গতকাল সিঙ্গল বেঞ্চে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে সিআইডি (CID) তদন্তের উপরেই আস্থাজ্ঞাপন করেছে আদালত । ইতিমধ্যে এফআইআর (FIR) করা হয়েছে । কিন্তু এই তদন্তের উপর আমরা ভরসা রাখতে পারছি না । তাই হাইকোর্টের কোনও বিচারপতিকে দিয়ে এর তদন্ত করানো হোক । বিচারবিভাগীয় তদন্ত চাই ।’’

ওই আইনজীবী আরও বলেন, ‘‘2002-এর সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে নিদর্শন আছে হাইকোর্টের কর্মরত কোনও বিচারপতিকে বিচারবিভাগীয় তদন্তে নিযুক্ত করা যায় । এই রায়ে বলা আছে কোনও ঘটনায় যদি রাজনৈতিক রং থাকে সেক্ষেত্রে নিযুক্ত করা যায় । সিবিআই কেন্দ্রের তদন্তকারী সংস্থা । অপরদিকে রাজ্য তদন্ত করবে । এক্ষেত্রে নিরপেক্ষ হিসাবে বিচারবিভাগীয় তদন্তের প্রয়োজন ।’’

তিনি আরও বলেন, ‘‘নিয়মানুযায়ী ওই জায়গায় সিসিটিভি লাগানোর কথা । এক্ষেত্রে সিবিআই ক্যাম্পে কোনও সিসিটিভি ছিল না । নিয়ম অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) ইনফর্ম করা হয়নি । বগটুই, কয়লা এবং গরুপাচার তিনটি ঘটনার একটার সঙ্গে অপরটা সম্পর্ক রয়েছে । বিভিন্ন রায়ে নিদর্শন আছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও বিভেদ তৈরি হলে সেক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ আছে ।’’

অন্যদিকে আইনজীবী ধীরাজ ত্রিবেদী সিবিআইয়ের তরফে বলেন, ‘‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক । আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । তারা ঘটনার সঙ্গে যুক্ত নন । অভিযুক্ত লালন শেখের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । একক বেঞ্চ পরিবারকে সংযুক্ত করতে বলেছে । সেই মামলার শুনানি আছে 21 ডিসেম্বর ।’’

সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, ‘‘সকাল 11টায় সে সুস্থ ছিল । বেলা সাড়ে তিনটের সময় বাথরুমে যায় । সেখানেই আত্মহত্যার ঘটনা ঘটে । কিন্তু 302-এর মামলা রুজু হয়েছে ৷ যেটা ঠিক নয় । এই এফআইআর-এর কোনও ভিত্তি নেই । এটা পুরো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ।’’

এদিকে রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, ‘‘কর্মরত বিচারপতিকে নিয়ে তদন্ত করানোর বিষয়ে কিছু বলল না । সিবিআই হেফাজতে একজনের মৃত্যু হল । সুপ্রিম কোর্টের ললিতা কুমারীর নির্দেশে পরিষ্কার বলা আছে, অভিযোগ পেলে তার তদন্ত করতে হবে । সেই কারণের জন্যই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর লজ করে তদন্ত শুরু করেছে । এই এফআইআর-এর তদন্তের সঙ্গে অন্য কোনও তদন্তের কোনও সম্পর্ক নেই । তাই সিবিআই যা তদন্ত করছে, সেটা তারা নিশ্চিন্তে করতে পারে । সিবিআইয়ের হেফাজতে যদি মৃত্যু হয়, তাহলে কে তার তদন্ত করবে ?’’

এরপর সিবিআই তরফে জানানো হয়, তাদের বিভাগীয় তদন্ত চলছে । দু’দিন সময় লাগবে সেই রিপোর্ট আদালতে জমা করতে ৷ সব পক্ষের বক্তব্যের পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে বিভাগীয় তদন্ত সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা করতে হবে । মামলার পরবর্তী শুনানি 19 ডিসেম্বর ৷

আরও পড়ুন: 'আমার স্বামীর দেহের উপর অনেক অত্য়াচার হয়েছে, আর নয় !' বললেন লালনের স্ত্রী

কলকাতা, 15 ডিসেম্বর: লালন শেখের রহস্যমৃত্যুর (Lalan Death Case) ঘটনায় 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে (CBI) বিভাগীয় তদন্ত রিপোর্ট আদালতে জমা করার আদেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

এদিন লালন শেখের পরিবারের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ‘‘গতকাল সিঙ্গল বেঞ্চে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে সিআইডি (CID) তদন্তের উপরেই আস্থাজ্ঞাপন করেছে আদালত । ইতিমধ্যে এফআইআর (FIR) করা হয়েছে । কিন্তু এই তদন্তের উপর আমরা ভরসা রাখতে পারছি না । তাই হাইকোর্টের কোনও বিচারপতিকে দিয়ে এর তদন্ত করানো হোক । বিচারবিভাগীয় তদন্ত চাই ।’’

ওই আইনজীবী আরও বলেন, ‘‘2002-এর সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে নিদর্শন আছে হাইকোর্টের কর্মরত কোনও বিচারপতিকে বিচারবিভাগীয় তদন্তে নিযুক্ত করা যায় । এই রায়ে বলা আছে কোনও ঘটনায় যদি রাজনৈতিক রং থাকে সেক্ষেত্রে নিযুক্ত করা যায় । সিবিআই কেন্দ্রের তদন্তকারী সংস্থা । অপরদিকে রাজ্য তদন্ত করবে । এক্ষেত্রে নিরপেক্ষ হিসাবে বিচারবিভাগীয় তদন্তের প্রয়োজন ।’’

তিনি আরও বলেন, ‘‘নিয়মানুযায়ী ওই জায়গায় সিসিটিভি লাগানোর কথা । এক্ষেত্রে সিবিআই ক্যাম্পে কোনও সিসিটিভি ছিল না । নিয়ম অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) ইনফর্ম করা হয়নি । বগটুই, কয়লা এবং গরুপাচার তিনটি ঘটনার একটার সঙ্গে অপরটা সম্পর্ক রয়েছে । বিভিন্ন রায়ে নিদর্শন আছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও বিভেদ তৈরি হলে সেক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ আছে ।’’

অন্যদিকে আইনজীবী ধীরাজ ত্রিবেদী সিবিআইয়ের তরফে বলেন, ‘‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক । আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । তারা ঘটনার সঙ্গে যুক্ত নন । অভিযুক্ত লালন শেখের প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । একক বেঞ্চ পরিবারকে সংযুক্ত করতে বলেছে । সেই মামলার শুনানি আছে 21 ডিসেম্বর ।’’

সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, ‘‘সকাল 11টায় সে সুস্থ ছিল । বেলা সাড়ে তিনটের সময় বাথরুমে যায় । সেখানেই আত্মহত্যার ঘটনা ঘটে । কিন্তু 302-এর মামলা রুজু হয়েছে ৷ যেটা ঠিক নয় । এই এফআইআর-এর কোনও ভিত্তি নেই । এটা পুরো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ।’’

এদিকে রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, ‘‘কর্মরত বিচারপতিকে নিয়ে তদন্ত করানোর বিষয়ে কিছু বলল না । সিবিআই হেফাজতে একজনের মৃত্যু হল । সুপ্রিম কোর্টের ললিতা কুমারীর নির্দেশে পরিষ্কার বলা আছে, অভিযোগ পেলে তার তদন্ত করতে হবে । সেই কারণের জন্যই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর লজ করে তদন্ত শুরু করেছে । এই এফআইআর-এর তদন্তের সঙ্গে অন্য কোনও তদন্তের কোনও সম্পর্ক নেই । তাই সিবিআই যা তদন্ত করছে, সেটা তারা নিশ্চিন্তে করতে পারে । সিবিআইয়ের হেফাজতে যদি মৃত্যু হয়, তাহলে কে তার তদন্ত করবে ?’’

এরপর সিবিআই তরফে জানানো হয়, তাদের বিভাগীয় তদন্ত চলছে । দু’দিন সময় লাগবে সেই রিপোর্ট আদালতে জমা করতে ৷ সব পক্ষের বক্তব্যের পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, 19 ডিসেম্বরের মধ্যে সিবিআইকে বিভাগীয় তদন্ত সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা করতে হবে । মামলার পরবর্তী শুনানি 19 ডিসেম্বর ৷

আরও পড়ুন: 'আমার স্বামীর দেহের উপর অনেক অত্য়াচার হয়েছে, আর নয় !' বললেন লালনের স্ত্রী

Last Updated : Dec 15, 2022, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.