ETV Bharat / state

HC Orders CBI Probe: লক্ষ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, প্রার্থীমৃত্যুর তদন্ত করবে সিবিআই

চাকরিপ্রার্থীর অস্বাভাবিক মৃত্যুতে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা ! পুলিশের কাছ থেকে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে ৷ বুধবার এই রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders CBI Investigation) ৷

Calcutta High Court orders CBI Investigation on Unnatural Death of a Job Seeker
ফাইল ছবি
author img

By

Published : Mar 1, 2023, 6:38 PM IST

তদন্তভার পেল সিবিআই

কলকাতা, 1 মার্চ: মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders CBI Investigation) ৷ বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷ প্রয়াত ওই যুবকের নাম আবদুল রহমান ৷ পুলিশের পেশ করা চার্জশিট বলছে, তাঁর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় ৷ এটিকে আত্মহত্যার ঘটনা বলেও দাবি করা হয়েছে ৷ প্রসঙ্গত, আবদুল রহমান একজন শিক্ষক পদপ্রার্থী ছিলেন ৷ তাঁর অস্বাভাবিক মৃত্যুতে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা ৷

পুলিশের তরফে আদালতে যে তথ্য পেশ করা হয়েছে, তা অনুযায়ী আবদুলের মৃত্যুকে কার্যত আত্মহত্যা বলেই মেনে নেওয়া হয়েছে ৷ কারণ, তাঁর মৃত্যুর পর 9 পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করা হয়েছে ৷ সেটিই নাকি ওই যুবকের 'সুইসাইড নোট' ৷ সেই সুইসাইড নোটে দিবাকর নামে এক ব্যক্তির নাম রয়েছে ৷ নিজের মৃত্যুর জন্য আবদুল নাকি এই দিবাকরকেই দায়ী করে গিয়েছেন ! তথ্য বলছে, চাকরির আশায় নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) দালালদের হাতে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন আবদুল ৷ কিন্তু, তারপরও তাঁর চাকরি হয়নি ৷ এমনকী, তাঁকে নাকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল !

আরও পড়ুন: 11 রাজ্যে 104টি সংস্থার মালকিন হৈমন্তী ! তথ্যতালাশ কেন্দ্রীয় সংস্থার

পরবর্তীতে আবদুলের 'সুইসাইড নোটে' উল্লিখিত দিবাকরকে তারাপীঠের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, আদালতে মামলা চলাকালীন এই 'সুইসাইড নোট' নিয়েই নানা প্রশ্ন ওঠে ৷ সেটি আদৌ আসল কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে আদালত ৷ আর যদি সেটি আসল হয়, তাহলে এই একটিমাত্র 'সুইসাইড নোট' থেকেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলে মনে করছে আদালত ৷ বিচারপতির মতে, এই ঘটনা আদতে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ ৷ যে ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে বিরাট আর্থিক দুর্নীতির সঙ্গে ৷ সেই দুর্নীতির তদন্ত করছে সিবিআই ৷

আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, নিয়োগ দুর্নীতির অন্য়ান্য় মামলার সঙ্গে আবদুল রহমানের মৃত্যুমামলা জুড়ে তদন্ত করতে হবে ৷ সিবিআই যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে পারে, তার জন্য স্থানীয় থানাকে আগামী সাতদিনের মধ্যেই এই ঘটনা সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালতের এই রায়ে খুশি প্রয়াত চাকরিপ্রার্থীর পরিবারের সদস্যরা ৷ তাঁদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আশা, এবার হয়তো প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে !

তদন্তভার পেল সিবিআই

কলকাতা, 1 মার্চ: মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court orders CBI Investigation) ৷ বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷ প্রয়াত ওই যুবকের নাম আবদুল রহমান ৷ পুলিশের পেশ করা চার্জশিট বলছে, তাঁর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায় ৷ এটিকে আত্মহত্যার ঘটনা বলেও দাবি করা হয়েছে ৷ প্রসঙ্গত, আবদুল রহমান একজন শিক্ষক পদপ্রার্থী ছিলেন ৷ তাঁর অস্বাভাবিক মৃত্যুতে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা ৷

পুলিশের তরফে আদালতে যে তথ্য পেশ করা হয়েছে, তা অনুযায়ী আবদুলের মৃত্যুকে কার্যত আত্মহত্যা বলেই মেনে নেওয়া হয়েছে ৷ কারণ, তাঁর মৃত্যুর পর 9 পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করা হয়েছে ৷ সেটিই নাকি ওই যুবকের 'সুইসাইড নোট' ৷ সেই সুইসাইড নোটে দিবাকর নামে এক ব্যক্তির নাম রয়েছে ৷ নিজের মৃত্যুর জন্য আবদুল নাকি এই দিবাকরকেই দায়ী করে গিয়েছেন ! তথ্য বলছে, চাকরির আশায় নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) দালালদের হাতে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন আবদুল ৷ কিন্তু, তারপরও তাঁর চাকরি হয়নি ৷ এমনকী, তাঁকে নাকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল !

আরও পড়ুন: 11 রাজ্যে 104টি সংস্থার মালকিন হৈমন্তী ! তথ্যতালাশ কেন্দ্রীয় সংস্থার

পরবর্তীতে আবদুলের 'সুইসাইড নোটে' উল্লিখিত দিবাকরকে তারাপীঠের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, আদালতে মামলা চলাকালীন এই 'সুইসাইড নোট' নিয়েই নানা প্রশ্ন ওঠে ৷ সেটি আদৌ আসল কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করে আদালত ৷ আর যদি সেটি আসল হয়, তাহলে এই একটিমাত্র 'সুইসাইড নোট' থেকেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলে মনে করছে আদালত ৷ বিচারপতির মতে, এই ঘটনা আদতে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ ৷ যে ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে বিরাট আর্থিক দুর্নীতির সঙ্গে ৷ সেই দুর্নীতির তদন্ত করছে সিবিআই ৷

আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, নিয়োগ দুর্নীতির অন্য়ান্য় মামলার সঙ্গে আবদুল রহমানের মৃত্যুমামলা জুড়ে তদন্ত করতে হবে ৷ সিবিআই যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে পারে, তার জন্য স্থানীয় থানাকে আগামী সাতদিনের মধ্যেই এই ঘটনা সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালতের এই রায়ে খুশি প্রয়াত চাকরিপ্রার্থীর পরিবারের সদস্যরা ৷ তাঁদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আশা, এবার হয়তো প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.