ETV Bharat / state

Primary Recruitment Scam: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে কি জড়িত আর কোনও প্রভাবশালী, সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) নিয়ে তদন্ত করছে সিবিআই ও ইডি ৷ পাশাপাশি এই নিয়ে মামলার শুনানিও চলছে আদালতে ৷ শুক্রবার সেই সংক্রান্ত শুনানি ছিল ৷ সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) সিবিআই ও ইডিকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে আর কোনও প্রভাবশালী জড়িত কি না তদন্ত করতে নির্দেশ দেন ৷

calcutta high court orders cbi ed to probe whether Primary Recruitment Scam involves other influencial persons
Primary Recruitment Scam: প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে কি জড়িত আর কোনও প্রভাবশালী, সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Nov 4, 2022, 5:02 PM IST

Updated : Nov 4, 2022, 5:20 PM IST

কলকাতা, 4 নভেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ কিন্তু এই দুর্নীতিতে কি আরও কোনও প্রভাবশালী যুক্ত রয়েছে ? এই বিষয়টিই এবার সিবিআই (CBI) ও ইডি (ED) খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় শুনানিতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷

এদিন বিচারপতি জানান, নিয়োগ দুর্নীতি খুব বড় অপরাধ । আর কোনও বড় ব্যাক্তির দিকে যাচ্ছে ? সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী 6 জন প্রভাবশালী ছাড়া আর কোনও বড় ব্যাক্তির যোগ পাওয়া যাচ্ছে ৷ যদি থাকে, তাহলে সিবিআই-কে তাদের জেরা বা জিজ্ঞাসাবাদের জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে ।

একই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন, যে 6 জন জেলে রয়েছে, তাঁরা কি তদন্তে সহযোগিতা করছেন ? তাঁরা কারও নাম বলছেন ? দালালদের নাম বলছেন ? এই মামলায় আগামীতে যাতে ধৃতরা কেউ জামিন না পায় ভবিষ্যতে এমন নির্দেশ দিতে পারে এই আদালত । তিনি ব্যঙ্গ করে বলেন, "নতুন কথামৃত বলছে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল । আরও নতুন কিছু এমন বাণীর জন্য আমি অপেক্ষা করছি ।"

এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের 2016 ও 2020 সালের পরীক্ষার নম্বরের বিভাজন-সহ বিস্তারিত ফল প্রকাশের ব্যাপারে 30 নভেম্বরের মধ্যে সিবিআই তার কাজ শেষ করবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

পাশাপাশি যে 269 জন বেআইনি ভাবে নিয়োগ প্রাথমিক শিক্ষককে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি থেকে বরখাস্ত করেছিলেন, তাদের নামের তালিকা পর্ষদ জমা দিল আদালতে । গত 30 জুন 2022 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন । সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো এদের
প্রত্যেককেই মামলায় যুক্ত করলেন বিচারপতি আজকে ।

এদিকে যে 269 জনের চাকরি গিয়েছে, তাদের শুনানির বিষয় প্রয়োজনে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত ট্রায়াল কোর্টের মতো করা হবে । যেমন অতীতে হয়েছে । দ্রুত এই মামলা শেষ করতে চান বলে উল্লেখ বিচারপতির । 25 নভেম্বর মামলার পরবর্তী শুনানি । মানিক ভট্টাচার্যকেও মামলায় যুক্ত করা হল, তাঁকে 18 নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ ।

আরও পড়ুন: ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

কলকাতা, 4 নভেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ কিন্তু এই দুর্নীতিতে কি আরও কোনও প্রভাবশালী যুক্ত রয়েছে ? এই বিষয়টিই এবার সিবিআই (CBI) ও ইডি (ED) খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ শুক্রবার এই সংক্রান্ত একটি মামলায় শুনানিতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷

এদিন বিচারপতি জানান, নিয়োগ দুর্নীতি খুব বড় অপরাধ । আর কোনও বড় ব্যাক্তির দিকে যাচ্ছে ? সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী 6 জন প্রভাবশালী ছাড়া আর কোনও বড় ব্যাক্তির যোগ পাওয়া যাচ্ছে ৷ যদি থাকে, তাহলে সিবিআই-কে তাদের জেরা বা জিজ্ঞাসাবাদের জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে ।

একই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন, যে 6 জন জেলে রয়েছে, তাঁরা কি তদন্তে সহযোগিতা করছেন ? তাঁরা কারও নাম বলছেন ? দালালদের নাম বলছেন ? এই মামলায় আগামীতে যাতে ধৃতরা কেউ জামিন না পায় ভবিষ্যতে এমন নির্দেশ দিতে পারে এই আদালত । তিনি ব্যঙ্গ করে বলেন, "নতুন কথামৃত বলছে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল । আরও নতুন কিছু এমন বাণীর জন্য আমি অপেক্ষা করছি ।"

এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগের 2016 ও 2020 সালের পরীক্ষার নম্বরের বিভাজন-সহ বিস্তারিত ফল প্রকাশের ব্যাপারে 30 নভেম্বরের মধ্যে সিবিআই তার কাজ শেষ করবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

পাশাপাশি যে 269 জন বেআইনি ভাবে নিয়োগ প্রাথমিক শিক্ষককে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি থেকে বরখাস্ত করেছিলেন, তাদের নামের তালিকা পর্ষদ জমা দিল আদালতে । গত 30 জুন 2022 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন । সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো এদের
প্রত্যেককেই মামলায় যুক্ত করলেন বিচারপতি আজকে ।

এদিকে যে 269 জনের চাকরি গিয়েছে, তাদের শুনানির বিষয় প্রয়োজনে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত ট্রায়াল কোর্টের মতো করা হবে । যেমন অতীতে হয়েছে । দ্রুত এই মামলা শেষ করতে চান বলে উল্লেখ বিচারপতির । 25 নভেম্বর মামলার পরবর্তী শুনানি । মানিক ভট্টাচার্যকেও মামলায় যুক্ত করা হল, তাঁকে 18 নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ ।

আরও পড়ুন: ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Last Updated : Nov 4, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.