কলকাতা, 9 জুন: বারবার একই রিপোর্ট জমা দিচ্ছেন কেন ? কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল ইডিকে । শুক্রবার এই মামলায় ইডির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা । শুক্রবার এই সংক্রান্ত মামলায় মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করে ইডি । সেই রিপোর্ট দেখে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা ।
তিনি প্রশ্ন তোলেন, রিপোর্টে তদন্তে কোনও অগ্রগতির উল্লেখ নেই । যা যা রিপোর্টে লেখা, তার সবটাই তাঁর জানা । তাহলে পুরনো তথ্য মুখবন্ধ খামে দেওয়ার অর্থ কী ? ইডির কাছে বিচারপতি জানতে চান, তদন্তে নতুন কী খুঁজে পাওয়া গেল ? ইডির তরফে রিপোর্ট পেশের জন্য কিছু সময় চাওয়া হয়েছে এ দিন । এরপর তিনি সিবিআই ও ইডির কাছে আগামী বুধবারের মধ্য়ে ফের রিপোর্ট চেয়েছেন ।
উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গ সামনে আসার পর তার সত্যতা যাচাই করতে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞসাবাদের জন্য সিবিআই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল জানালে সুপ্রিম কোর্ট মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তর করার নির্দেশ দেয় । মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থানান্তর করা হয় ৷ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সেই মামলায় বিরক্ত বিচারপতি আদালতের সময় নষ্ট করার জন্য কুন্তল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন । সেই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য ।
একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা আগের শুনানিতে রিপোর্ট তলব করেছিলেন সিবিআই ও ইডির কাছে ৷ শুক্রবার সেই রিপোর্ট ইডি পেশ করে মুখবন্ধ খামে ৷ যা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ৷
আরও পড়ুন: 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ, অভিষেককে সিবিআই-জেরার নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে