ETV Bharat / state

Contempt of Court : মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি - মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আদালত অবমাননার রুল জারি হল রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের সচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে (contempt of court against wb chief secretary) ৷

Contempt of Court
Contempt of Court
author img

By

Published : Apr 29, 2022, 3:37 PM IST

Updated : Apr 29, 2022, 4:23 PM IST

কলকাতা, 29 এপ্রিল : আটমাস আগে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এতগুলো মাস কেটে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি ৷ যা নিয়ে আদালত রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের সচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করলেন ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (contempt of court against wb chief secretary) ৷ আগামী 20 মে তাঁদের সশরীরে হাজিরা দিয়ে এর কারণ দর্শাতে হবে ৷

দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মী সনৎকুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন । গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব, পরিবহণসচিব ও অর্থসচিবকে আলোচনা করে কী স্কিম করা যায়, তা নির্ধারণ করতে বলেছিলেন ৷ কিন্তু আট মাস কেটে গেলেও আদালতের সেই নির্দেশ মানা হয়নি । নির্ধারণ হয়নি পেনশন স্কিম ৷ আর তাতেই আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণসচিব রাজেশ সিনহা ও অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আদালতের নির্দেশ না মানার দায়ে তিনজনের বিরুদ্ধে রুল জারি করেলেন । এই বিষয়ে মামলাকারীর আইনজীবী সমীরণ মণ্ডল বললেন, "দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের কর্মচারীরা অবসরের পর এখনও পেনশন পাচ্ছেন না । অথচ উত্তরবঙ্গ পরিবহণ নিগমের কর্মচারীরা এবং সিটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছেন । বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা । হাইকোর্ট চার মাসের মধ্যে স্কিম চালু করার নির্দেশ দিয়েছিল । কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে । কেন আদালতের নির্দেশ এতদিনেও কার্যকর করা হয়নি, তার ব্যাখ্যা করতে হবে ।"

কলকাতা, 29 এপ্রিল : আটমাস আগে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এতগুলো মাস কেটে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি ৷ যা নিয়ে আদালত রাজ্যের মুখ্যসচিব, পরিবহণ দফতরের সচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করলেন ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (contempt of court against wb chief secretary) ৷ আগামী 20 মে তাঁদের সশরীরে হাজিরা দিয়ে এর কারণ দর্শাতে হবে ৷

দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মী সনৎকুমার ঘোষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন । গত বছর সেপ্টেম্বর মাসে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব, পরিবহণসচিব ও অর্থসচিবকে আলোচনা করে কী স্কিম করা যায়, তা নির্ধারণ করতে বলেছিলেন ৷ কিন্তু আট মাস কেটে গেলেও আদালতের সেই নির্দেশ মানা হয়নি । নির্ধারণ হয়নি পেনশন স্কিম ৷ আর তাতেই আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণসচিব রাজেশ সিনহা ও অর্থসচিব মনোজ পন্থের বিরুদ্ধে ৷

আরও পড়ুন : অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে

শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আদালতের নির্দেশ না মানার দায়ে তিনজনের বিরুদ্ধে রুল জারি করেলেন । এই বিষয়ে মামলাকারীর আইনজীবী সমীরণ মণ্ডল বললেন, "দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের কর্মচারীরা অবসরের পর এখনও পেনশন পাচ্ছেন না । অথচ উত্তরবঙ্গ পরিবহণ নিগমের কর্মচারীরা এবং সিটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছেন । বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা । হাইকোর্ট চার মাসের মধ্যে স্কিম চালু করার নির্দেশ দিয়েছিল । কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে । কেন আদালতের নির্দেশ এতদিনেও কার্যকর করা হয়নি, তার ব্যাখ্যা করতে হবে ।"

Last Updated : Apr 29, 2022, 4:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.