ETV Bharat / state

Calcutta High Court: কালিয়াগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব নিয়ে চিন্তিত হাইকোর্ট - cal hc on kaliaganj incident

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে মৃতার পরিবারের তরফে তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে ৷ এই বিষয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মত চেয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 8, 2023, 11:02 PM IST

কলকাতা, 8 মে: কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গত মাসে ধর্ষণ করে খুনের যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে শুরু হওয়া রাজ্যের রাজনৈতিক ঘটনাক্রম নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট ৷ ওই নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে তার পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর পর্যবেক্ষণে বলেন,"আদালত চায় না কোনওভাবে এই ঘটনায় রাজনীতির রং লাগুক ।"

এদিন এই ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট দেখার পর বিচারপতি কমিশনের আইনজীবীকে বলেন, "একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে আশা করব কমিশন রাজনৈতিক কোনও মন্তব্য রিপোর্টে করবে না।" যেভাবে কালিয়াগঞ্জ ইস্যুতে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে তরজা চলছে, তাতেই আদালত এমন আশঙ্কা এদিন প্রকাশ করেছে বলে মনে করছেন আইনজীবীরা । এদিন কালিয়াগঞ্জ নিয়ে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয় আদালতে । আগামী বুধবার তারা চূড়ান্ত রিপোর্ট জমা দেবে । সেখানে দ্বিতীয়বার ওই নাবালিকার ময়নাতদন্ত করার ব্যাপারে তাদের মতামত জানাবে কমিশন ।

হাইকোর্ট মনে করছে, রাজ্য শিশু সুরক্ষা কমিশনও এই মামলায় সঙ্গতভাবে যুক্ত হয়েছে । শুভেন্দু অধিকারীকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শো-কজ করার ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দেওয়ার দাবি জানানো হয়েছে, আগামী শুনানিতে আদালত সেটা বিবেচনা করবে । এদিন কালিয়াগঞ্জ নিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের জমা দেওয়া প্রাথমিক রিপোর্ট দেখার পর বিচারপতি মান্থা তাদের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন । জবাবে কমিশন জানায়, তারা ওই জায়গা আরও ভালো করে খতিয়ে দেখতে চায় ।

এরপর বিচারপতি মান্থা বলেন,"মৃতার পরিবার চাইছে দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক ওই নাবালিকার দেহের । কোর্ট মনে করছে তার দরকার নেই । কিন্তু জাতীয় কমিশন একটি স্বশাসিত সংস্থা হিসেবে জানাক তাদের মতামত । বুধবার জানাক ।"এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "আমরা ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি । রাজ্য শিশু সুরক্ষা কমিশন সেখানে গিয়ে অনুসন্ধান করেছে । সেই রিপোর্ট শুক্রবার আদালতে জমা দেবে ।" অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এদিন মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন । কারণ তাঁকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন জিজ্ঞসাবাদের জন্য ডেকেছে ।

আরও পড়ুন: এখনও ঘরছাড়া কালিয়াগঞ্জের মৃত যুবকের পরিবার, দিন কাটছে আতঙ্কে

কলকাতা, 8 মে: কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গত মাসে ধর্ষণ করে খুনের যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে শুরু হওয়া রাজ্যের রাজনৈতিক ঘটনাক্রম নিয়ে চিন্তিত কলকাতা হাইকোর্ট ৷ ওই নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে তার পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর পর্যবেক্ষণে বলেন,"আদালত চায় না কোনওভাবে এই ঘটনায় রাজনীতির রং লাগুক ।"

এদিন এই ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট দেখার পর বিচারপতি কমিশনের আইনজীবীকে বলেন, "একটা নিরপেক্ষ সংস্থা হিসেবে আশা করব কমিশন রাজনৈতিক কোনও মন্তব্য রিপোর্টে করবে না।" যেভাবে কালিয়াগঞ্জ ইস্যুতে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে তরজা চলছে, তাতেই আদালত এমন আশঙ্কা এদিন প্রকাশ করেছে বলে মনে করছেন আইনজীবীরা । এদিন কালিয়াগঞ্জ নিয়ে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয় আদালতে । আগামী বুধবার তারা চূড়ান্ত রিপোর্ট জমা দেবে । সেখানে দ্বিতীয়বার ওই নাবালিকার ময়নাতদন্ত করার ব্যাপারে তাদের মতামত জানাবে কমিশন ।

হাইকোর্ট মনে করছে, রাজ্য শিশু সুরক্ষা কমিশনও এই মামলায় সঙ্গতভাবে যুক্ত হয়েছে । শুভেন্দু অধিকারীকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শো-কজ করার ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দেওয়ার দাবি জানানো হয়েছে, আগামী শুনানিতে আদালত সেটা বিবেচনা করবে । এদিন কালিয়াগঞ্জ নিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের জমা দেওয়া প্রাথমিক রিপোর্ট দেখার পর বিচারপতি মান্থা তাদের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন । জবাবে কমিশন জানায়, তারা ওই জায়গা আরও ভালো করে খতিয়ে দেখতে চায় ।

এরপর বিচারপতি মান্থা বলেন,"মৃতার পরিবার চাইছে দ্বিতীয়বার ময়নাতদন্ত হোক ওই নাবালিকার দেহের । কোর্ট মনে করছে তার দরকার নেই । কিন্তু জাতীয় কমিশন একটি স্বশাসিত সংস্থা হিসেবে জানাক তাদের মতামত । বুধবার জানাক ।"এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "আমরা ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি । রাজ্য শিশু সুরক্ষা কমিশন সেখানে গিয়ে অনুসন্ধান করেছে । সেই রিপোর্ট শুক্রবার আদালতে জমা দেবে ।" অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এদিন মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন । কারণ তাঁকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন জিজ্ঞসাবাদের জন্য ডেকেছে ।

আরও পড়ুন: এখনও ঘরছাড়া কালিয়াগঞ্জের মৃত যুবকের পরিবার, দিন কাটছে আতঙ্কে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.