ETV Bharat / state

Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের - রাজ্যের ডিজিকে আদালতে তলব কলকাতা হাইকোর্টের

আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের তরফে তোড়জোড় শুরু করা হয়েছে যাতে ডিজির পরিবর্তে অন্য কোনও পদমর্যাদার আধিকারিককে আদালতে হাজির করানো যায় ।

calcutta-high-court
calcutta-high-court
author img

By

Published : Sep 2, 2021, 3:28 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : কয়েকদিন আগেই রাজ্যের কার্যনির্বাহী ডিজির পদে বসেছেন মনোজ মালব্য ৷ এর মধ্যেই ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় রাজ্যের ডিজিকে তলব করল কলকাতা হাইকোর্ট । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী 21 সেপ্টেম্বর নবনিযুক্ত ডিজিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ।

ভুয়াে অর্থলগ্নি সংস্থা রিয়াল সানরাইজ এমটেক লিমিটেডের কর্ণধার শিশকুমার যাদব এবং সান প্লান্ট এগ্রো লিমিটেডের কর্ণধার বিশ্বজিৎ জানাকে এর আগে মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । পুলিশকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল । কিন্তু তাঁদের আদালতে হাজির করতে না পারায় ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ এরপরই 21 সেপ্টেম্বর ডিজিকে আদালতে তলব করা হয়েছে ৷ যদিও আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের তরফে তোড়জোড় শুরু করা হয়েছে যাতে ডিজির পরিবর্তে অন্য কোনও পদমর্যাদার আধিকারিককে আদালতে হাজির করানো যায় ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার

চিটফান্ড সংক্রান্ত মামলায় দিনের পর দিন মামলা চললেও মালিকপক্ষের কেউ আদালতে উপস্থিত না থাকায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়টির কোনও সমাধান হচ্ছে না । মামলার শুনানির সময় চিটফান্ড সংস্থাগুলোর কোনও আইনজীবীও আদালতে উপস্থিত থাকেন না । ফলে একপেশে মামলার শুনানি করে আমানতকারীদের ক্ষতিপূরণের বিষয়ে কোনও সমাধান সূত্র বের করা যাচ্ছে না বলে উল্লেখ করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সেই জন্যই আজ কলকাতা পুলিশ কমিশনার ও এডিজি সিআইডিকে মামলার শুনানিতে সংস্থার মালিকদের হাজির করার নির্দেশ দিয়েছিল আদালত ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : কয়েকদিন আগেই রাজ্যের কার্যনির্বাহী ডিজির পদে বসেছেন মনোজ মালব্য ৷ এর মধ্যেই ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় রাজ্যের ডিজিকে তলব করল কলকাতা হাইকোর্ট । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী 21 সেপ্টেম্বর নবনিযুক্ত ডিজিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ।

ভুয়াে অর্থলগ্নি সংস্থা রিয়াল সানরাইজ এমটেক লিমিটেডের কর্ণধার শিশকুমার যাদব এবং সান প্লান্ট এগ্রো লিমিটেডের কর্ণধার বিশ্বজিৎ জানাকে এর আগে মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । পুলিশকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল । কিন্তু তাঁদের আদালতে হাজির করতে না পারায় ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ এরপরই 21 সেপ্টেম্বর ডিজিকে আদালতে তলব করা হয়েছে ৷ যদিও আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের তরফে তোড়জোড় শুরু করা হয়েছে যাতে ডিজির পরিবর্তে অন্য কোনও পদমর্যাদার আধিকারিককে আদালতে হাজির করানো যায় ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার

চিটফান্ড সংক্রান্ত মামলায় দিনের পর দিন মামলা চললেও মালিকপক্ষের কেউ আদালতে উপস্থিত না থাকায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়টির কোনও সমাধান হচ্ছে না । মামলার শুনানির সময় চিটফান্ড সংস্থাগুলোর কোনও আইনজীবীও আদালতে উপস্থিত থাকেন না । ফলে একপেশে মামলার শুনানি করে আমানতকারীদের ক্ষতিপূরণের বিষয়ে কোনও সমাধান সূত্র বের করা যাচ্ছে না বলে উল্লেখ করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সেই জন্যই আজ কলকাতা পুলিশ কমিশনার ও এডিজি সিআইডিকে মামলার শুনানিতে সংস্থার মালিকদের হাজির করার নির্দেশ দিয়েছিল আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.