ETV Bharat / state

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট - Calcutta High Court

Defamation case against Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেছেন মন্ত্রী পুলক রায় ৷ সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 4:51 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় । মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে । রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিশ দিতে হবে শুভেন্দু অধিকারীকে । আগামী 11 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ।

পুলক রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি অসত্য তথ্য সামনে এনেছেন, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেন মন্ত্রী । প্রথমে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠান । অভিযোগ, ওই নোটিশের কোনও জবাব দেননি বিরোধী দলনেতা । এর পরে গত 3 জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় । ওই মামলাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক ।

নভেম্বর মাসে হাওড়ার জনসভা থেকে বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জল জীবন মিশন প্রকল্পে প্রায় 900 কোটি টাকার দুর্নীতি করেছেন । হাওড়ার শিবপুর কাজিপাড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করতে গিয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরে সীমাহীন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু । তিনি নিশানা করেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক পুলক রায়কে । শুভেন্দু অধিকারী দাবি করেন যে, এই বড় দুর্নীতির যাবতীয় তথ্য তাঁর কাছে আছে । কিছুদিন বাদে সব তথ্য ফাঁস করবেন তিনি । বিরোধী দলনেতার এই অভিযোগের বিরুদ্ধেই মানহানির মামলা করেন মন্ত্রী পুলক রায় ।

আরও পড়ুন:

  1. উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মোহনপুর থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর
  2. হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
  3. শুভেন্দুর বড়দা কৃষ্ণেন্দু অধিকারীকে পুলিশি হেনস্তা ! এগরার এসডিপিও’কে 5 লাখ টাকা জরিমানা হাইকোর্টের

কলকাতা, 6 ডিসেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় । মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে । রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিশ দিতে হবে শুভেন্দু অধিকারীকে । আগামী 11 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে ।

পুলক রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি অসত্য তথ্য সামনে এনেছেন, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেন মন্ত্রী । প্রথমে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠান । অভিযোগ, ওই নোটিশের কোনও জবাব দেননি বিরোধী দলনেতা । এর পরে গত 3 জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় । ওই মামলাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক ।

নভেম্বর মাসে হাওড়ার জনসভা থেকে বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জল জীবন মিশন প্রকল্পে প্রায় 900 কোটি টাকার দুর্নীতি করেছেন । হাওড়ার শিবপুর কাজিপাড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করতে গিয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরে সীমাহীন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু । তিনি নিশানা করেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক পুলক রায়কে । শুভেন্দু অধিকারী দাবি করেন যে, এই বড় দুর্নীতির যাবতীয় তথ্য তাঁর কাছে আছে । কিছুদিন বাদে সব তথ্য ফাঁস করবেন তিনি । বিরোধী দলনেতার এই অভিযোগের বিরুদ্ধেই মানহানির মামলা করেন মন্ত্রী পুলক রায় ।

আরও পড়ুন:

  1. উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মোহনপুর থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর
  2. হেনস্তার অভিযোগ তুলে কলকাতা ও রাজ্য পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
  3. শুভেন্দুর বড়দা কৃষ্ণেন্দু অধিকারীকে পুলিশি হেনস্তা ! এগরার এসডিপিও’কে 5 লাখ টাকা জরিমানা হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.