কলকাতা, 17 সেপ্টেম্বর : বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন আজ ।
বাঁকুড়ার গঙ্গাজল থানায় চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর গাড়ির ড্রাইভার কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রূপা কুণ্ডু । অভিযোগ, তাঁর স্বামীকে কাজের আছিলায় আটকে রাখছিলেন বিজেপির ওই বিধায়ক । এর মধ্যে তিনি খবর পান, 18 অগস্ট তাঁর স্বামীকে বিয়ে করেছেন বিধায়ক চন্দনা । ঘর ভাঙার অভিযোগে তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ পাশাপাশি বধূ নির্যাতন, অবৈধ সম্পর্কের অভিযোগে চন্দনা বাউরিকে নোটিস পাঠায় পুলিশ । পুলিশের নোটিসে সাড়া দেন চন্দনা বাউরি । বাঁকুড়া এসিজেএম আদালতে আত্মসমর্পণ করতে চাইলে আদালত জানায় বিষয়টি বিধায়ক, মন্ত্রী বিশেষ আদালতের বিচার্য বিষয় । এরপরই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । বিচারপতি কৌশিক চন্দ সব পক্ষের বক্তব্য শোনার পর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের উপর আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন ।
আরও পড়ুন, BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার
এই বিষয়ে চন্দনা বাউরির আইনজীবী সোমনাথ অধিকারী জানান, চন্দনা বাউরি ভোটে জেতার পর থেকে তাঁকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখানো হচ্ছিল । কিন্তু তাতে সাড়া না দেওয়ায় মিথ্যা অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় 498 এ ,494,406 ,506 ধারায় । পুলিশ এর জন্য 41এ নোটিস পাঠিয়েছিল তাঁকে । এখানে 494 ধারাটিই প্রযোজ্য । কিন্তু পুলিশ এই অভিযোগে তদন্ত করতেই পারে না । বিচারপতি সমস্তটা শোনার পর আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন ।